![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুশীল সমাজের রুচিহীন একজন প্রাণী
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০১৮ শুরু হয়ে গেল। প্রতিবছর বইমেলাকে ঘিরে সহস্র বই প্রকাশিত হয়। নতুন নতুন বইয়ের গন্ধে পুলকিত হয় পাঠকের মন
এবারের একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে সালাহ উদ্দিন শুভ সম্পাদিত গল্প সংকলন ‘এবং গল্প’। ২৬টি ভিন্ন স্বাদের গল্প নিয়ে সংকলিত হয়েছে বইটিতে। প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নবীন লেখকরাও আলো ছড়িয়েছেন এই বইটিতে।
বইটির প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ। ‘এবং গল্প’ প্রকাশিত হয়েছে নবসাহিত্য প্রকাশনী থেকে। বইটি পাওয়া যাবে বইমেলার ৬২৪ নং স্টলে। ১৭৬ পৃষ্ঠার এই বিশাল সংকলনের গায়ের মূল্য মাত্র ২৫০ টাকা।
বইটির সম্পাদক সালাহ উদ্দিন শুভ ‘এবং গল্প’ প্রসঙ্গে বলেন, “আশাকরি পাঠকরা নিরাশ হবেন না। আমরা ভিন্ন শব্দটি খুব বেশি ব্যবহার করি বলে এই শব্দটির যথার্থতা কমে গেছে। কিন্তু ‘এবং গল্প’তে এমন কিছু উপাদান রয়েছে যা পাঠককে নাড়া দিবে বলে আমার বিশ্বাস”।
বইটির প্রকাশক ফজলুর রহমান বকুল বলেন, “গল্পগুলো এককথায় অসাধারণ। কিছু কিছু গল্প এখনও হৃদয়ে গেঁথে আছে। আসলে আমার মনে হয় ছোট গল্পের সার্থকতা পূর্ণ হয়েছে বইটিতে। ‘হইয়াও হইলোনা শেষ’। আমি চাইবো পাঠকরা বইটি অবশ্যই তাদের সংগ্রহে রাখবেন”।
সোর্সঃ যুগান্তর
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০১
সালাহ উদ্দিন শুভ বলেছেন: রিভিউতো আপনারা দিবেন ভাই। নিজের গল্পের রিভিউ কি নিজে দেয়া যায় নাকি?
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬
কালীদাস বলেছেন: বয়স হৈছে, কমেন্টে ভুল শব্দ ব্যবহার করে ফেলেছি। রিভিউ না, হালকা পটভূমি মিন করতে চেয়েছিলাম; ভুলে রিভিউ লিখে ফেলেছি
শুভকামনা থাকল
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৮
সালাহ উদ্দিন শুভ বলেছেন: এটা দেখুন - কিছু কথা, কিছু গল্প...'এবং গল্প'
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৯:৪৯
খায়রুল আহসান বলেছেন: বইটির সাফল্য কামনা করছি। আশাকরি, বাণিজ্যিকভাবে বইটি আপনার প্রত্যাশা পূরনে সফল হয়েছে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯
কালীদাস বলেছেন: দুইচারটা গল্পের উপর খানিকটা রিভিউ থাকলে মন্দ হত না।
শুভকামনা থাকল