নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইসমূহঃ আকুতি(২০১৪), এবং গল্প (২০১৮) ফেসবুকঃ https://www.facebook.com/EndShuvo ওয়েবসাইটঃ https://endshuvo.blogspot.com

সালাহ উদ্দিন শুভ

সুশীল সমাজের রুচিহীন একজন প্রাণী

সালাহ উদ্দিন শুভ › বিস্তারিত পোস্টঃ

একুশের সেকাল-একাল

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯



সেদিন ছিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো দিন,
শ্রদ্ধাবোধ আর উষ্ণ ফুলে সিক্ত হয়েছে জমিন।
সেদিন ছিল, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়,
হোয়াটস আপ ডুড, কুল ড্রেস ইয়ার, দিল ধারাক লাগ যায়।

সেদিন ছিল ছাত্র-পুলিশ হাঙ্গামা আর খুন,
দক্ষিণা বাতাসে কাপত-কাপতি, রঙ লেগেছে ফাগুন।
সেদিন ছিল চোখ মুখে ক্ষুদা, বাংলায় কথা কইবো,
জান, আই অ্যাম হাঙরি, লাঞ্চটা কি আজ চাইনিজই করবো?

সেদিন ছিল নিরব বিকেল, থমথমে রাজপথ,
বসছে মেলা, নেমেছে হস্তি, আসিতেছে সব রথ।
সেদিন ছিল আকুতি সন্ধ্যা, আকুলতা আর শোকের মাতম ক্ষন,
ব্যাঙ্গমাদের সুখভোজ হয় শুরু, ব্যাঙ্গমীদের জন্যেইতো এত আয়োজন।

সেদিন ছিল বেতারের রাত, উদ্বিগ্ন শোকাতুর কোটি হৃদয়,
এই যে শোনো, চ্যানেলটা একটু ধরতো, অঞ্জু ভীষণ বিপদে, কিরণের যদি কিছু হয়?
সেদিন ছিল নির্ঘুম রাত, আবেগে ভরা এ হৃদয়টা শুধু ধরফর ধুকধুক,
জান, একটা পিক প্লিজ, হোয়াটস আপ, ভাইবার কিংবা ফেসবুক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: জানাচ্ছি মাতৃভাষা দিবস শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: আপনাকেও বিদেশী ভাষায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা :P

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


এতদিন গদ্য লিখেছেন, হঠাৎ করে পদ্য কেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: জানিনা, মাঝে মাঝে উঠে যায়। লিখে ফেলি কি হাবিজাবি নিজেও জানিনা। তবে ছোটবেলায় চর্চা ছিল টুকটাক। পত্রিকায় লিখতাম ছড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.