নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইসমূহঃ আকুতি(২০১৪), এবং গল্প (২০১৮) ফেসবুকঃ https://www.facebook.com/EndShuvo ওয়েবসাইটঃ https://endshuvo.blogspot.com

সালাহ উদ্দিন শুভ

সুশীল সমাজের রুচিহীন একজন প্রাণী

সালাহ উদ্দিন শুভ › বিস্তারিত পোস্টঃ

একদিন সবাইকেই বাবা হতে হবে।

২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নীলক্ষেত থেকে ফিরছিলাম। হাটতে তেমন মন্দ লাগেনা কখনোই। উত্তপ্ত রোদ্দুরটা একটু ডিস্টার্ব করছিল এই যা।

বলাকার সামনে দিয়ে যাওয়ার সময় অনেকগুলো স্টুডেন্ট দেখলাম পুরো রাস্তা দখল করে হাটছে। ভেবেছিলাম ঢাকা কলেজের ছেলেরা, তাই পাশ কাটিয়ে অন্য পাশে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু কি যেন মনে করে ওদের পেছনে পেছনেই হাটতে লাগলাম।

যা বুঝলাম তা হল, ছেলেগুলো ঢাকা কলেজের না, অন্য কোথাও পড়ে হয়ত। নীলক্ষেত থেকে বই কিনে ফিরছিলো, দোকানীকে খিস্তী দিয়ে অল্প দামে নিয়ে এসেছে এই নিয়ে হাসাহাসি করছিল ওরা। ভালই লাগছিল ওদের কথাগুলো শুনতে।

পিচ্চি ছেলেগুলো সিগেরেটের ধোয়া উড়িয়ে নিজেকে কুল কিংবা থাগ উপস্থাপন করার চেষ্টায় মত্ত তারা।

কাহিনী শুরু করল এরপর থেকে, কথার সুর পরিবর্তন হয়ে মেয়েদের সম্পর্কিত কোন দিকে মোড় নিল। কিছুক্ষণ পর শুধু কথা নয় বরং কাজে মোড় নিল। যত মেয়ে ওদের ক্রস করছে সবাইকেই কিছু না কিছু শুনিয়ে দিচ্ছে ফ্রিতে।

মাঝবয়সী এক মহিলা প্রতিবাদ করেছিল, তাকে বলা হয়েছিল আন্টি, আপনার বাস ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি উঠেন নয়ত জায়গা পাইবেন না।

ভদ্রমহিলা ৩০-৪০ সেকেন্ডের মত চেষ্টা করেছিল। সংখ্যায় ওরা প্রায় ৮-১০জন। আমার গায়ে সাদা শার্ট থাকার কারনে ভদ্রমহিলা ধারনা করেছিলেন আমিওও ওদের সাথে। যাওয়ার সময় একটা কথাই বলেছিলেন উনি যা এখনো কানে বাজে।

'আমি দুয়া করি, তোমাদের প্রত্যেকের যেন মেয়ে হয়, আর প্রত্যেকটা মেয়েকে যেন তোমাদের সামনে বসেই তোমাদের মত ছেলেরা উত্তক্ত করে। তোমরা তখন মজা নিও ভাল করে।'

কথাটার প্রতুত্তরে দাত কেলানো আওয়াজ বের হলেও আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। একদিন সবাইকেই বাবা হতে হবে। কারো পরিচয় হবে উত্তক্তের শিকার মেয়ের বাবা, কারো পরিচয় হবে উত্তক্তকারী ছেলের বাবা।

একদিন সবাইকেই বাবা হতে হবে.।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: মহিলাটার কথা বুঝার মতো মানসিকতা তাদের নেই । এদের ভবিষ্যৎ কি আর হবে ,হয়তো কারোও বাবাই হতে পারবে না।
পড়াশুনাও হয়তো শেষ হ ওয়া হবে না । নেশার কবলে জড়িয়ে পড়বে আরোও অনৈতিক কাজ করবে । যদি কারোও হুশ ফিরে দেখবে অনেক বেলা পেরিয়ে গেছে ।
রাস্তা ঘাটে অলিতে গলিতে বিশেষ করে যখন কোনও স্কুল পড়ুয়া ছেলের হাতে সিগারেট দেখি তখন ভাবতেই হয় বাচ্চাটা ঠিক থাকবে তো ! আমাদের সন্তানরা প্রকৃত মানুষ হবে তো !

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা তা ঠিক। কিন্তু আমার কেন যেন মনে হয় ওদের কাছে এটাই সঠিক বলে মনে হয়। ওরা বুঝতে পারছেনা কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা উচিৎ, কোনটা অনুচিত। ওদের কাছে এটাকেই ট্রেন্ড মনে হয়। এ থেকে বেরিয়ে আসার উপায় খুজতে হবে। আমি জানিনা স্কুল-কলেজগুলো আসলে কি নৈতিকতা শিক্ষা দেয়। ছাত্রদের মানুষিকতা এমন হলে শিক্ষা নামক বস্তুটা থাকার দরকার কি?

২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এদের বাবারাও এমন ছিল।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

সালাহ উদ্দিন শুভ বলেছেন: এদের বাবারা কেমন ছিল জানিনা, তবে নৈতিক শিক্ষাটা তারা দেয়না এটা নিশ্চিত।

৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৩

নূর-ই-হাফসা বলেছেন: শিক্ষা ব‍্যবস্থার আজ করুন দশা । ছোট বেলা থেকেই অসৎ উপায়ে যারা পাশ করে আসছে তাদের মানসিকতা ভালো আশা করা যায় না । নম্রতা ভদ্রতা তাদের মাঝে থাকে না । সঙ্গ দোষেও অনেকে বিপথে যাচ্ছে । একটা বয়স থাকে ক্লাস এইট এর পর থেকে এইচএসসি পর্যন্ত বিপথগামী হবার সম্ভাবনা খুব বেশি । এদের দ্বারাই ধর্ষণ , খুন , আরোও কত কি যে হবে । আমরা বাবা মা রা কি ওনাদের সময় দিচ্ছি না ? ভাববার বিষয় । বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠা উচিত । নাকি কড়া শাসন এ ভালো ।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: চিন্তার বিষয়

৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা ঠিকই স্বামী বা বাবা হবে। তবে সংসার সুখের হবে না...

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮

সালাহ উদ্দিন শুভ বলেছেন: আসলেই তাই।

৫| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫১

শামচুল হক বলেছেন: এদের পরিবেশটাই অশ্লিল।

৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৪:০১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হয়ত...

৬| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৯

তারেক_মাহমুদ বলেছেন: একসময় এরা ঠিকই বুঝতে পারবে , যদি এরা পড়াশুনা শেষ করতে পারে। আর তা হলে নেশাগ্রস্থ হয়ে রাস্তায় পড়ে থাকবে কুকুর বেড়ালের মত।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৪

সালাহ উদ্দিন শুভ বলেছেন: তা হয়ত ঠিক

৭| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সাজা ভোগ করতেই হবে।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ২:৫৬

সালাহ উদ্দিন শুভ বলেছেন: জানিনা সেই সাজা কবে পাবে তারা

৮| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩

দিবা রুমি বলেছেন: এদের ভবিষ্যৎ হবে যন্ত্রণাদায়ক। এরা জাহান্নামে যাওয়ার আগেই জাহান্নামের স্বাদ পাবে। কিন্তু এ অশান্তি থেকে বের হতে পারবে না।

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

সালাহ উদ্দিন শুভ বলেছেন: তাই হয়ত

৯| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২

বনসাই বলেছেন: নাম শুভ হলেও যথেষ্ট বেয়াদব মানুষ আমি। এর থেকে এই লেখা আশাতীত। খুব ভালো লিখেছেন। শিরোনামটাই শরীরে শিরশির ধরিয়ে দেয়।
আমি সেই মহিলাকে ধন্যবাদ জানাই; কিছু কথা অন্তত বলেছেন। হয়তো ওই ছেলেগুলোর মাঝে সেই মুহূর্তে শব্দের গভীরতা স্পর্শ করে নি; হয়তো করবে পরে কোনো নিভৃত সময়ে; ৮/১০ জনের ১ জনও যদি ভুল বুঝতে পারে সেই মহিলা সার্থক।
মা-বাবা হওয়ার শারীরিক সক্ষমতা হলেই সন্তান জন্ম দেয়ার পরিণাম এইগুলো। সন্তানকে মানবিকতা, সমমর্মিতা, সম্মানবোধ শেখানোর যোগ্যতাই অধিকাংশ পরিবারের নেই; এমন কি শিক্ষকদেরও নেই। সবাই আজ ছুটে চলেছে গোল্ডেন জিপিএ লাভে। গোল্ডেন জিপিএ- এর কোনো মূল্য নেই কঠিন বাস্তব জীবনে।

আমাদের হতে হবে সোনার মানুষ।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হাহা, বেয়াদব হলেও নৈতিকতা আর মূল্যবোধটা আছে। নিচের কথাগুলো ভাল লাগছে এবং এগুলোই নির্মম সত্য।

১০| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

এম কে বলেছেন: মর্মান্তিক

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.