নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইসমূহঃ আকুতি(২০১৪), এবং গল্প (২০১৮) ফেসবুকঃ https://www.facebook.com/EndShuvo ওয়েবসাইটঃ https://endshuvo.blogspot.com

সালাহ উদ্দিন শুভ

সুশীল সমাজের রুচিহীন একজন প্রাণী

সালাহ উদ্দিন শুভ › বিস্তারিত পোস্টঃ

লালসালু

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

গতকাল নীলক্ষেত থেকে কিছু বই কিনে ফেরার পথে হঠাৎ চোখে পড়ল লাল কাপড় আর রঙিন বাতি দিয়ে তৈরি এই ঘরটি। ভেতরে উকি দিতেই দেখা গেল কিছু টাকার নোট। সংখ্যা নেহায়েত কম নয়।



ঘটনাটা কি স্পষ্ট হওয়ার জন্যে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আশেপাশে কাউকে জিজ্ঞেস করে সদুত্তর পেলাম না। এরপর একজন ব্যাক্তিকে দেখলাম ভেতরে টাকা দিতে, তাকে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই এখানে কাকে টাকা দিলেন?
উনি আমার দিকে তাকিয়ে বুঝাতে চাইলেন এটা একটা পবিত্র স্থান, পবিত্র কিছুর জন্যেই উনি এখানে টাকা ঢালছেন। আমি বললাম, মসজিদ আছে, এতিমখানা আছে এসব বাদ দিয়ে এখানে কেন দান করছেন?
জবাবে ভদ্রলোক বুঝাতে চাইলেন এই টাকাও ভাল পথে ব্যয় হয়, আল্লাহর পথে ব্যয় হয়।

আমি উনার সাথে কথা বলে একটা ছবি তুলে বাসার দিকে হাটা শুরু করি। নীলক্ষেত থেকে হেটে হেটে ল্যাবএইডের পেছনের রাস্তা ধরে বাসার দিকে এগোই আর ভাবতে থাকি অন্ধতার কথা। গ্রীন রোডের মাঝামাঝি স্থানে এসে আবার চোখ আটকে গেল লাল কাপড়ে। উকি মেরে নিশ্চিত হলাম এখানেও কাড়িকাড়ি টাকা।



অবশেষে মনে মনে কিছু সিদ্ধান্তে পৌছলাম।
১.এদেশের মানুষ সত্যিই ধর্মান্ধ। তারা ধর্ম সম্পর্কে সাধারণ জ্ঞানটাও জানেনা।

২.এদেশের মানুষ সত্যিই ধর্ম ব্যবসায়ী। কতবড় মানুষিক বিকারগ্রস্ত হলে লালসালু প্রথা কায়েম করছে এই যুগেও।

৩.এদেশের মানুষ ধর্ম সম্পর্কে জ্ঞানহীনতা এবং উদাসীনতার দায়ভার অনেকাংশ আলেম সমাজের উপর বার্তায়। এটা স্পষ্ট করে দেয় আলেম সমাজ তাদের দায়িত্ব পালন করেনি।

৪.রাস্তার পাশে সামান্য মুড়ি বিক্রি করতে হলে পুলিশ, স্থানীয় ক্ষমতাধর ব্যাক্তিবর্গকে খুশি করে পার্মিশন নিতে হয়। সেখানে এই লালসালু প্রথার পার্মিশন কে দিল তাকে ইমিডিয়েট পুলিশের হাতে সোপর্দ করা উচিৎ।

৫.নাস্তিকরা ধর্মের ক্ষতি করছেনা। যদি কেউ ক্ষতি করে থাকে তবে এরাই করে আসছে যুগে যুগে। আর এই যুগ যুগ ধরে কাউকে দেখলাম না চেতনা নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

আমরা আসলেই অন্ধ....

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫

তারেক ফাহিম বলেছেন: দুঃখজনক এ যুগে এসেও আমাদের লালসালুর বাস্তবতা দেখতে হল :(

ঠিকই বলছেণ নাস্তিকের চেয়ে ধর্ম ব্যবসায়ীরাই ধর্মের ক্ষতি বেশি করছে।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৬

সালাহ উদ্দিন শুভ বলেছেন: অবশ্যই ভাই, সবদিক থেকে ভেবে দেখুন কারা বেশি ক্ষতি করছে। অথচ আমরা কিছুই মনে করছিনা এসব কর্মকান্ডে

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: সালাহ উদ্দিন শুভ ,




আপনার সিদ্ধান্ত সবটাই ঠিক ।
নাস্তিকের চেয়ে ধর্ম ব্যবসায়ীরাই ধর্মের ক্ষতি করছে বেশি । আসলে আমরাই অন্ধ ।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা ভাই। তাই অবশ্যই এ বিষয়ে ভাবা উচিৎ আমাদের।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৩

তার ছিড়া আমি বলেছেন: ঠিক বলেছেন। আমরা অন্ধ। ধর্মের নামে লালসালুরা সুবিধা নিচ্ছে। ধর্মের নামে মাজার পূজা করছে। ধর্মের নামে পথে ঘাটে লাল কাপড়ের ঘর বানিয়ে ডেগ বসিয়ে ধান্ধা করছে। কেহ লাল সাদা সুতার কেরামতি দেখাচ্ছে। আরো কত কি!!!! এদের কোন সমস্যাই হয় না। প্রশাসন কিচ্ছু বলে না। আর যত দোষ, সব আলেম সমাজের।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: না ভাই, আলেম সমাজের সম্পূর্ণ দোষ নয়, কিন্তু কিছুটা নিতে হবে। কারন একজন নাস্তিকের বিপক্ষে তাদের অবস্থা বা ব্যবস্থার তুলনায় এসব ব্যাপারে তাদের ব্যবস্থা নিতে খুব কম দেখা যায়। এটা আপনি অস্বীকার করবেন কি করে জানিনা। তাদের উচিৎ এ বিষয়ে অবশ্যই কড়া কোন ব্যবস্থা নেয়া। একজন দেওয়ানবাগী প্রকাশ্যে শিরক করে যাচ্ছে কই তাকে তো এখনো কোন কিছুই করতে পারল না কেউ, এমকি ততটা কার্যকারী ব্যবস্থা নেওয়ারও কথা বলেনি কেউ। আশা করি বুঝতে পেরেছেন

৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: সরকারের উচিত এসব বন্ধ করা।
গুলিস্তানে একটা মাজার (গোলাপ শাহ) আছে। কিছুক্ষন দাঁড়িয়ে থাকলেই ওদের ভন্ডামি ধরতে পারবেন।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

সালাহ উদ্দিন শুভ বলেছেন: গোলাপ শাহ মাজারের ভন্ডামী দেখে আসছি সেই কত বছর ধরে হিসেব নেই। গাঁজা খাওয়ার আড্ডা বসে। আমরাও ওখানে টাকা পয়সা দান করে সওয়াব কামাই করি।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুধু আলেমসমাজকে দোষ দিয়ে লাভ নেই। প্রকৃত আলেমরা সবাই অনেক আগে থেকেই এসব ভন্ডামীর ব্যাপারে মানুষকে সচেতন করে আসছেন। কিছু অর্থলোভী ভন্ড আর কিছু অসৎ ক্ষমতাসীন নেতার অর্থলিপ্সার বলি হচ্ছে এসব সাধারণ ধর্মভীরু মানুষ। আমরা নিজেরা সচেতন থাকলে এগুলোর মূলোৎপাটন করা সম্ভব।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: অবশ্যই শুধু আলেম সমাজের দোষ নয়। তবে তাদের কিছুটা দায়ভার অবশ্যই নিতে হবে। একজন নাস্তিকের বিরুদ্ধে তাদের যেমন ব্যবস্থা নিতে দেখা যায়, এসব ক্ষেত্রে ততটা দেখা যায়না। দেওয়ানবাগী প্রকাশ্যে শিরক করে যাচ্ছে, কোন কার্যকারী ব্যবস্থা নেয়নি কেউ। এটা অবশ্যই ব্যর্থতা বলব আমি।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

সে্‌নসেটিভ শিমুল বলেছেন: আমরা শুধুই ধর্ম ভীরু না।

আমরা প্রকৃত পক্ষে সর্ব ভীরু । তাই আমাদের এই অবস্থা ।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, আমারও তাই মনে হয়

৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশে ধর্মের চেয়ে আগাছা বেশী।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০৩

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, আগাছারাই মূল কালপিট

৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭

Taufik Alahi বলেছেন: আমাদের দেশে মাজার গুলোতে পুলিশ দেওয়া হয় নিরাপত্তার জন্য।
আমার বাসা বগুড়া মহস্থানগড় আমি ছোট বেলা থেকে এগুলো দেখে আসতেছি ।সরকার এদের পালে কারুন এরা সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন করে না।

০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:১৬

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ভক্তিতে দলের মার্কেটিংও বলা যেতে পারে।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫১

Sujon Mahmud বলেছেন: দেশটা কুসংস্কারে ভরে গেছে

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০

সালাহ উদ্দিন শুভ বলেছেন: জি, সত্যই কুসংস্কারে ভরে গেছে।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০২

কাউয়ার জাত বলেছেন: সরকার ঢাকা মেডিকেলের পাশে শেখ হাসিনার নামে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নির্মাণ করছে। যেখানে এখন ভবন নির্মাণাধীন ঐ খানে একটা মাজার ছিলো। সরকার মাজার ভেঙ্গেছে ঠিকই। কিন্তু নিজেদের খরচে ভবনের এক কর্নারে নতুন করে মাজার বানিয়ে দিয়েছে।
আসলেই আমরা সর্ব ভীরু।

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮

সালাহ উদ্দিন শুভ বলেছেন: এটাকে ভণ্ডভীরুও বলা যেতে পারে। অন্তত মাজার পূজারীদের ভোটগুলো পাওয়া যাবে।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯

হাঙ্গামা বলেছেন: ঢাকার ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলরের অফিসের ঠিক সামনেই একটা স্থায়ী লাল সালু আছে। গত কয়েকদিন ব্যাপক হাঙ্গামায় স্পীকারে হাবিজাবি বাজছে। গত দুই দিন হল একটা মহিষ কিনে এনে বেঁধে খুব যত্নআত্তি করা হচ্ছে। সম্ভবত ওরস "মোবারক" ।
এর পেছনে ঐ কমিশনারের চ্যালাচামুন্ডরাই। কাউন্সিলর সাহেব আবার খুব ধর্মভীরু কি না !!!!!!!! :D :D

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হাহাহ, ধর্মভীরু নাকি অন্ধভীরু তা উনিই ভাল জানেন।

১২| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২

এম এল গনি বলেছেন: ভাই, কোন কোন স্পটে টাকা জমা হচ্ছে সম্ভব হলে অনেক একটা তালিকা পাঠাবেন। কিছুদিনের মধ্যে দেশে যাবো ভাবছি। টাকা খুবই দরকার। দেখি, লোক দিয়ে ওখান থেকে কিছু মেরে দেয়া যায় কিনা। https://arts.bdnews24.com/?p=17176#more-17176

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হাহাহ, আমি ইনফরমেশন দিয়েছি এজন্যে আমার ভাগের অংশ পাঠিয়ে দিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.