নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইসমূহঃ আকুতি(২০১৪), এবং গল্প (২০১৮) ফেসবুকঃ https://www.facebook.com/EndShuvo ওয়েবসাইটঃ https://endshuvo.blogspot.com

সালাহ উদ্দিন শুভ

সুশীল সমাজের রুচিহীন একজন প্রাণী

সালাহ উদ্দিন শুভ › বিস্তারিত পোস্টঃ

USE ME

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৯


চিত্রঃ বিডিনিউজ২৪.কম

লঞ্চের একটা কাহিনি মনে পড়ে গেল। তখন রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলানো নিয়ে বেশ সিরিয়াস ছিলাম। একটা বোতল বা ময়লা নিয়ে সারা রাস্তা হেটে বাসা পর্যন্ত এসেছি তবুও রাস্তায় ময়লা ফেলিনি।

তো একদিন এমন পরিস্থিতিতে ময়লা হাতে ঘুরতে ঘুরতে লঞ্চে উঠলাম। পানিতে ময়লা ফেলে পানির পরিবেশ দুষন করা যাবেনা এমন মনোভাব নিয়ে ময়লার ঝুড়ি খুজতে লাগলাম। খুব সুন্দর করে 'আমাকে ব্যবহার করুন' বা 'USE ME' লেখা নীল রঙের একটি ময়লার বক্সে ময়লাটা ফেললাম। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পরদিন সকালে একটু লেইটে ঘুম থেকে উঠে নিচে নামলাম। দেখলাম লঞ্চে কর্তব্যরত এক ভদ্রলোক আমাকে ব্যবহার করুন' বা 'USE ME' লেখা নীল রঙের ময়লার বক্সটি উপুড় করে সব ময়লাগুলো নদীতেই ফেলে দিলেন। আমি হা করে কিছুক্ষন তাকিয়ে রইলাম আর ওই ভদ্রলোক পানের জাবর কাটতে কাটতে আমার দিকে হাসি দিয়ে যাচ্ছিলেন।

অতঃপর আমার ময়লা রহস্য অভিজান এখানেই শেষ হল। মনে মনে অংক কষলাম শহরের আশে পাশে যত আবর্জনার স্তুপ আছে সেখানে ময়লা ফেলানোর দরকার নেই। কারন সেখানে ময়লা ফেললে সেই ময়লা গিয়ে নদীতেই ফিরে আসে। শুধু শুধু পৌরসভার একজন কর্মীকে কষ্ট দিয়ে লাভ কি? এর থেকে নিজে একটু কষ্ট করে ময়লাগুলো নদীতে ফেলাটা ভাল কাজ নয় কি!

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ময়লা জায়গায় সবাই ময়লা ফেলে।পরিস্কার জায়গায় ময়লা ফেলতে সবারই বিবেকে বাঁধে।তাই একবার সবকিছু পরিস্কার হয়ে গেলে তখন আর কিউ যেখানে সেখানে ময়লা ফেলবেনা।

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: নদীতো আর ময়লা ফেলার জায়গা না ভাই।

২| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: আমি কোনোদিন রাস্তায় ময়লা ফেলি নি।মাঝে মাঝে ময়লা গাড়ি আসে না। তখন আমি হেঁটে হেঁটে রেলগেট যাই। ময়লার ডিপোতে ময়লা ফেলি।

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৪

সালাহ উদ্দিন শুভ বলেছেন: সবাই আপনার মত হলেতো আর কোন সমস্যাই থাকতো না। আমার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা সিড়িতেও ময়লা ফেলে রাখে।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৭

কবিতা ক্থ্য বলেছেন: ময়লাই আমাদের জীবনের পরম সঙ্গী, অথচ এই ময়লাকেই আমরা ঘৃনা করি।
সবাই আপনাকে ছেরে গেলেও ময়লা কখোনোই আপনাকে ছেড়ে যাবেনা- নিশ্চিত থাকুন।

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ময়লাকে ঘৃণা করা আর এর ক্ষতিকারক দিকগুলো থেকে নিজেকে সেইফ রাখার মধ্যে পার্থাক্য রয়েছে। ময়লা আমাকে ছেড়ে যাবেনা, কিন্তু নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুস্থ রাখতে হলে ময়লাকে আমাদের ছাড়তে হবে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০০

কামরুননাহার কলি বলেছেন: কোনটা রেখে কোনটা বলবো দেশের অবস্থার কথা। কোন দিক দিয়েই শান্তি নেই ভাই। বড় কথা হলো আমার খুব অশান্তিতে বাস করছি দেশে।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হয়ত অশান্তি আর বাঙ্গালীর মধ্যে কোন মধুর যোগসূত্র আছে তাই।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪০

এমেরিকা বলেছেন: ময়লাকে আমরা কেউ ঘৃণা করিনা। ময়লা থেকে এক ধরণের রাসায়নিক নির্গত হয়, যা ফুসফুসের জন্য ক্ষতিকারক। তাই ময়লা আমরা এড়িয়ে চলি।

২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, আমার উত্তরটাও একই।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬

রানার ব্লগ বলেছেন: কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরকে কামড় মানুষের সোভা পায়

২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

সালাহ উদ্দিন শুভ বলেছেন: তা ঠিক আছে, তবে সমস্যা হল একশত আলুর মাঝে একটা পচা আলু ছেড়ে দিলে সব আলুই কিন্তু পচে যায়। পক্ষান্তরে, একশত পচা আলুর মাঝে একটা ভাল আলু ছেড়ে দিলে সব আলু ভাল হয়ে যায়না। সবাই এখন পচা আলু, আপনি ভাল আলু হলেও পচতে আপনাকে হবেই এসবের মাঝে।

৭| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সবাই আপনার মত হলেতো আর কোন সমস্যাই থাকতো না। আমার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা সিড়িতেও ময়লা ফেলে রাখে।

বেশির ভাগ মানুষই এরকম।
একদিন ময়লার গাড়ি না এলে আমাদের এলাকায় বিভিন্ন গলিতে ময়লার স্তূপ জমে যায়। অথচ কয়েক কদম হেটে গেলে ময়লার ডিপো আছে।

২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ওই কয়েক কদম হাটতে বাঙ্গালীর দম ফুরিয়ে যায়, অনেক পরিশ্রমের কাজ।

৮| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০২

পদ্মপুকুর বলেছেন: ভালো অভিজ্ঞতা।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: জি, অসম্ভব ভাল অভিজ্ঞতা

৯| ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ওই কয়েক কদম হাটতে বাঙ্গালীর দম ফুরিয়ে যায়, অনেক পরিশ্রমের কাজ।

রাস্তায় যারা ময়লা ফেলে তারা ছোট মানসিকতার লোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.