![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনও কখনও বৃষ্টি যদি ঝড়ে দৃষ্টির পাতায়...কখনো কি বন্ধু তোমার আমায় মনে পরে আমি পরে আছি কেমন কোথায়.....।ফেসবুকঃ https://www.facebook.com/engineer.alamgirkhan
প্রিয় ফুলবালা ...
প্রদীপের মতো প্রচলনকারী তোমার কুঁকড়া চুল, এই পৃথিবীতে আমার বেঁচে থাকা দু:সাধ্য করে দেয়;
যখোন তোমার পটলচেরা চোখে আমাকে দেখও; তখোনই আমার নাদান দিলে আগুন লেগে যায় ...
যখোন তোমার ওষ্টদ্বয়ে হাসির রেখা ফুটে; তখোন ঝুম বর্ষায়ও বসন্তকালের মতো অগণিত ফুল ফুটে উঠে ...
যখোন তুমি ঘর থেকে বের হও, তোমার প্রত্যেকটি ভঙ্গিতে- শত প্রেমিকের মনে কামনার নারী হও ।
আর বে-লাজ প্রেমিকেরা অপলক চেয়ে থাকে ...
তখোন আমার চোখে রক্তাশ্রু প্রবাহীত হয়, নিরাশ হাহাকারে সে অশ্রু জমাট বাঁধে;
আবার কখনও বা হিংসার আগুনে সেই অশ্রু জ্বলে যেতে থাকে ...
আমি জানি না, আমার হৃদয়~ অজানা এক অসীম ব্যথায় ভরে উঠে কোন স্বাদে !?
•২০১৬-০২-২১
©somewhere in net ltd.