![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাটে কিন্তু নিচের চিত্রের মত বিভিন্ন দেশী ফ্যাশন শো গুলোর ব্যাপারে কিছু বলা হ্য়নি। সবার আগে এইগুলোকে বন্ধ করা উচিৎ।
তবে এইসব মডেল কন্যাদের নিয়ে যা হচ্ছে, তাতে কোন ভদ্র ঘরের মেয়ের এ লাইনে আসার কথা না। সবার আগে অবিভাবকদের সচেতনতা জরুরী।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
ইন্সিত বলেছেন: একটা বিজ্ঞপ্তি থেকে যদি শুরু হয় তাহলে খারাপ কি ?????
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
ইভা_110 বলেছেন: রাষ্ট্র যদি চায়- সবই সুন্দর ভাবে চালাতে পারে।
অন্যায়, দূর্নীতি, ধর্ষন সব অপরাধ নির্মূলে ৩ মাসের বেশী লাগার কোন কারণ নেই!!!
রাষ্ট্র চাওয়ার অধিকারই রাখে না কারণ সেকু্লার সমাজ ব্যবস্থায় এসব কাজে বাধা দেয়ার ক্ষমতা রাষ্ট্রের নেই । যে যার ইচ্ছা পালনের সুযোগ দেয়ার নাম হল সেকুলার আদর্শ । তাই যে সরকার সেকুলার আদর্শের উপর দাড়িয়ে আছে তার কাছে এই প্রত্যাশা অর্থহীন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
ইন্সিত বলেছেন: সেকু্লার সমাজ ব্যবস্থায় চলতে গিয়ে আমরা জীবনের উপর ধর্মের প্রভাব থেকে দূরে সরে যাচ্ছি বলেই নারীদের উপর ধর্ষণ ও বিভিন্ন ধরনের শারীরিক / মানষিক নির্যাতন নেমে আসছে। আমাদের সমাজকে আমাদেরই পরিবর্তন করতে হবে। সরকার সচেতনতা তৈরি করতে পারে কিন্তু পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আধুনিকতার মানে এইসব তোয়ালে গামছা পরা ফ্যাশন নয়।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ভেজাল* বলেছেন: ডামির কাপড় চেঞ্জ করার সময় কী যে বিরক্ত লাগে যখন দেখি ।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
টেকনিসিয়ান বলেছেন: পরনে যে তোয়ালে গুলো দেখা যাচ্ছে তাকি বিশিষ্ট শেয়ার ক্যালেংকারি নায়ক সালমান দরবেশ এর বেক্স টেক্স এর।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
িট.িমম বলেছেন: অবশেষে বোধধয় হলো?
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ফজলে রাব্বী চিৎকার বলেছেন: আমার মনে হয় রাষ্ট্রের চেয়ে ব্যক্তিগত সচেতনতা বেশি জরুরি।
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ডাইমোন্ড ওয়ার্ল্ডের বিজ্ঞাপন গুলো কি বিচ্ছিরি ছিলো --মাঝে মাঝে মনে হইতো এইডা ল্যাংটা দেশ হইতে সময় নিবে না -- তয় ঢাকা সিটি কর্পোরেশনকে সাধু বাদ তাদের নজরে আইছে !!
সরকার চাইলে সবই পারে কিন্তু চায় না কখনওই
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
না পারভীন বলেছেন: ইন্সিত ভাই , আপনার পোস্ট দেখে খুবি খুশি হলাম ।
অসালীন বিল বোর্ড গুলোর বিরুদ্ধে লিখেছিলাম গতমাসে। আরো ব্লগার ভাইয়েরা লিখেছিল ।
সরকার তাহলে ব্লগ পড়ে ।
কিন্তু ঢাকা উত্তরের কি হবে ?
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
এম আর ইকবাল বলেছেন: শালীনতা, রুচিবোধ হচ্ছে ব্যক্তিগত । ব্যক্তি থেকে সমষ্টিগত । শুধূ পোষাকে নয়, ব্যবহারেও রুচি, শালীনতা দরকার , যা আসবে বংশ ও পারিপাশ্বকতা থেকে ।
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ইভা_110 বলেছেন: রাষ্ট্র যদি চায়- সবই সুন্দর ভাবে চালাতে পারে।
অন্যায়, দূর্নীতি, ধর্ষন সব অপরাধ নির্মূলে ৩ মাসের বেশী লাগার কোন কারণ নেই!!!
রাষ্ট্র চাওয়ার অধিকারই রাখে না কারণ সেকু্লার সমাজ ব্যবস্থায় এসব কাজে বাধা দেয়ার ক্ষমতা রাষ্ট্রের নেই । যে যার ইচ্ছা পালনের সুযোগ দেয়ার নাম হল সেকুলার আদর্শ । তাই যে সরকার সেকুলার আদর্শের উপর দাড়িয়ে আছে তার কাছে এই প্রত্যাশা অর্থহীন।
সহমত
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
ইন্সিত বলেছেন: যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাষ্ট্র যদি চায়- সবই সুন্দর ভাবে চালাতে পারে।
অন্যায়, দূর্নীতি, ধর্ষন সব অপরাধ নির্মূলে ৩ মাসের বেশী লাগার কোন কারণ নেই!!!
রাষ্ট্র সেই ভূমিকা নেবে কি?