নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছাশক্তি ই হোলো বেচে থাকার মূলমন্ত্র

এপার_ওপার

এসছি একা যাবো একা..কয় দিনের জীবনে হিসেবহীন ভালোবাসা দিয়ে যেতে চাই..

এপার_ওপার › বিস্তারিত পোস্টঃ

বিয়ে

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

বিয়ের পর আসলেই কি ভালবাসা কমে যায়?? :-< এটা কি সত্যি?? /:)

বিবাহিত দের অভিজ্ঞতা শুনতে চাই :প

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

জো জো বলেছেন: ভালবাসা কমে না কিন্তু ভালবাসার ধরনটা বদলে যায়।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

এপার_ওপার বলেছেন: কি রকম?

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ভালোবাসা কমে না। কিন্তু ভালোবাসার মানুষের প্রতি তীব্র অস্থিরতা টা অনেকটা হালকা হয়ে যায়।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

এপার_ওপার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।:)

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

মেহেরুন বলেছেন: ভালোবাসা কমে না বরং বলতে পারেন ধরনটা পাল্টে যায়। সময়ের সাথে ভালোবাসা বৃদ্ধি পায় (যদিও সেটার প্রকাশ ভঙ্গি পাল্টে যায়)। বিয়ের আগের ভালোবাসা আর বিয়ের পরের ভালোবাসার ধরনে কিছু তো পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। ভালো থাকবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

এপার_ওপার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।:)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

ভিটামিন সি বলেছেন: ৫ মাইল দুর থেকে হেঁটে গিয়ে ট্রেন দেখা আর প্রতিদিন ট্রেনে চড়া.... কোনটার প্রতি আপনার আকর্ষন বেশি থাকে বুঝিয়ে বলুন।

ভালোবাসার মানুষের প্রতি থাকে দায়িত্বহীন দায়িত্ব, আর বউয়ের প্রতি থাকে দায়িত্বশীল দায়িত্ব।

ওই মিয়া, না বোঝলে আমারে ফোন দেন। বোঝায়া দিতাছি।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

এপার_ওপার বলেছেন: হা হা হা মজা পেলাম কমেন্ট পড়ে।ধন্যবাদ মন্তব্যের জন্য।:)

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

মোঃ ইসহাক খান বলেছেন: বিচিত্র সংক্ষিপ্ত পোস্ট!

সন্দেহ নেই, একেকজন একেক মত পোষণ করবে।

৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

এপার_ওপার বলেছেন: ধন্যবাদ :)

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

অস্পিসাস প্রেইস বলেছেন:
বিয়ের পরে ভালোবাসা হিমালয় চূড়ার উচ্চতায় পৌঁছে। এর উপর তো আর কিছু নেই। তাই সেখানেই স্থির থাকে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬

এপার_ওপার বলেছেন: বাহ !! দারুন বলেছেন । কিন্তু আমি পাহাড়ের ওপর আকাশ ছুতে চাই।
ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.