![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসছি একা যাবো একা..কয় দিনের জীবনে হিসেবহীন ভালোবাসা দিয়ে যেতে চাই..
সামুতে কিছুদিন আগে ই-টোকেন করার জন্য একটা নম্বর পাই।নম্বরটি হোল ০১৬২৪৮০৫৬৩৩।লেখা ছিল ৫০০টাকায় ই-টোকেন করা হয়।আমি এই নম্বরে কল করলে সেই কথাই বলা হয়।আমায় বলেন যে আমার ডকুমেন্ট ওনাকে মেইল করতে,আর ৫০০টাকা বিকাশ করতে।আমি সেই অনুযায়ী কাজ করি।কাল ওনাকে টাকা পাঠাই,এখন কাল থেকে ওনার ফোন অফ।আমার ইন্ডিয়া যাওয়া খুব জরুরী নেক্সট উইকে।এখন যে কি করব??
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯
এপার_ওপার বলেছেন: আসলে নম্বরটা সামুতে পাওয়ায় বিশ্বাস করেছিলাম।আমার পরীক্ষা চলায় এটা হট করে দিয়ে দেই।টাকাটাও কম ছিল,স্টুডেন্ট বুঝতেই পারছেন আশা করি।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫
সুমন জেবা বলেছেন: ভাই..এই ব্যাটা ভার্চুয়াল চোর
আমিও কথা বলে এডভান্স করেছিলাম , ধরা খাইছি।
আরও দুঃখের ব্যাপার এই ব্যাটার রেফারেন্স পাইছিলাম আমাদেরই এক ব্লগার ভাইয়ের কাছ থেকে ।
তাই সাবধান ..
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০
এপার_ওপার বলেছেন: সুমন জেবা বলেছেন:দুঃখের ব্যাপার এই ব্যাটার রেফারেন্স পাইছিলাম আমাদেরই এক ব্লগার ভাইয়ের কাছ থেকে ।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
জনাব মাহাবুব বলেছেন: আমিও এক ব্লগার ভাইয়ের কাছ থেকে রেফারেন্স নিয়ে উক্ত নাম্বারে যোগাযোগ করেছিলাম। উনি আমার কাছ থেকে এডভান্স চাইছিলো মাগার আমি দেই নাই।
উক্ত ব্লগারের পরিচয় এই নেন
http://www.somewhereinblog.net/blog/gboy
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
এপার_ওপার বলেছেন: সুমন জেবা বলেছেন:দুঃখের ব্যাপার এই ব্যাটার রেফারেন্স পাইছিলাম আমাদেরই এক ব্লগার ভাইয়ের কাছ থেকে ।
ধন্যবাদ ঐ ব্লগারের লিন্ক টা দেয়ার জন্য
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০
সুমন জেবা বলেছেন: Click This Link মাহাবুব ভাই ..
আপনাকে ধন্যবাদ ঐ ব্লগারের পরিচয় টা দেয়ার জন্য ।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২
সাইফুর রহমান পায়েল বলেছেন: এখন আর পাওয়া যায় না। কোন এক রহস্যময়(!) ভাবে আপনি ২৫০০-৩০০০ টাকা দিলে আপনাকে ডেট দিয়ে দিবে এমন কিছু প্রতিষ্ঠান আছে(আমরাও দিতাম)।
আমাদের প্রতিষ্ঠান এখন আর ই টোকেনের কাজ নিতে চায় না। না হলে ক্লায়েন্ট ছুটে যায় তাই। না হলে আপনাকে অফিসে আসতে বলতাম।
আমার এক পরিচিত ছিল সে ৭ দিনের মাঝে নিশ্চয়তার সাথে ডেট দিতে পারত। ২৫০০ টাকার বিনিময়ে।
কিন্তু এখন আর নিশ্চয়তা দেয় না। হলে টাকা না হলে নেই। শুধু তাকে ওয়েব ফাইল নং, পাসপোর্ট নং, আর ডেট অফ বার্থ দিতে হবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১
সাহাদাত উদরাজী বলেছেন: এভাবে কাউকে টাকা দেয়া উচিত নয়, চেনা জানা নেই কি করে এমন করে টাকা দেন। আপনি আপনার মহল্লায় খবর নিলেই তো কাউকে না কাউকে খুঁজে পেতেন।
এটাও প্রকাশ্য চুরি।