![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে দূর থেকে দেখতে পাওয়াটাও যেন এক অভাবনীয় অনুভব!- বলা যায় না- বলা হয়ে ওঠে না- 'ভালবাসি' - কিন্তু তবু তো সে রয়েছে -কোথাও না কোথাও --! কষ্টের নীল বৃষ্টিতে যখন মেয়েটি ভিজে- তখন মেয়েটি ভাবে - সে কে? উত্তর আসে -কেউ না! এ উত্তর মেনে নিতে পারে না মেয়েটি কিছুতেই! যদি কেউ-ই না হবে-তবে কোথা থেকে এত ভালোবাসা আর কষ্টের স্রোত বইছে? তখন মেয়েটির মনে পড়ে - কোন এক বৃষ্টিস্নাত রাতেই তো ছেলেটি এসেছিল- তার ভাবনার আকাশে! হরেক রকম স্বপ্নের ডালা নিয়ে--! সেই বৃষ্টিস্নাত রাতে মেয়েটি ভিজেছিলো ছেলেটির হাত ধরে--! স্বপ্নেরা সেদিন-ই ডানা মেলেছিলো --! তারপর- একদিন ছেলেটির দেখা, স্বপ্নের রঙে মাতাল হয়ে স্বপ্ন দেখতে শুরু করলো মেয়েটি, ভালোলাগা আর ভালোবাসার আবেশ থেকে! তারপর- দুজনের স্বপ্নগুলোকে মিতালী করে ভেসে চলা অজানার পথে! কখনো সেই পথে এসেছে-ভালোলাগা আর ভালোবাসায় ছুঁয়ে যাওয়া মাতাল হাওয়া - কখনো এলোমেলো বাতাসে হারিয়ে যাওয়া - আবার কখনো ঝোড়ো হাওয়ায় ঝরে যাওয়া - আবার নতুন করে জেগে ওঠা - ভালোলাগা আর ভালবাসার ইচ্ছেটাকে জাগিয়ে তোলা - ! এরপর টুকরো টুকরো সেই স্বপ্নগুলোকেই সঙ্গী করে কখন যে এক নতুন স্বপ্ন মেয়েটির মনে জেগে উঠলো - মেয়েটি বুঝতেই পারেনি-- !মেয়েটি জানত- তার সে স্বপ্ন কখনোই পূরণ হবে না-একদিন সে আবার একা হয়ে যাবে - তবু সেই মরন নেশা - মরন স্বপ্ন তাকে পেয়ে বসলো - ! আর সত্যি সত্যি একদিন সেই স্বপ্নের নেশা ভেঙ্গে গিয়ে- মেয়েটি আবার একা হয়ে গেলো -! নির্ঘুম রাতে একাকী বসে মেয়েটি বারেবারে সেই সুখময় স্বপ্নগুলোকেই হাতড়ে বেড়াতে লাগলো -- ! এভাবেই চলে যাচ্ছে - এভাবেই চলে যাবে মেয়েটির জীবন -তাতে ছেলেটির কি যায়-আসে!?!
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! যাপিত জীবনের কথাগুলি-ই আবেগের মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে, ভালো লেগেছে জেনে ভালো লাগলো !
২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন!!!
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০১
মোমেরমানুষ৭১ বলেছেন: একটু ছেলেদের কথা বলেন....... সেই নির্ঘুম রাত্রে আমিও হারিয়ে যাওয়া সেই সুখময় স্বপ্নগুলোকেই হাতড়ে বেড়াতে থাকি......।
তাতে তার কি আসে যায় আর...!
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! হাহহা! আপনি- ই তো বলে দিলেন!
৪| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: খুব ভালো লাগল লেখাটি ,সুন্দর গল্প।
ভাল লাগা রইল।
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া! তবে গল্প নয়-- যাপিত জীবনের কথা......।
৫| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৪
জন রাসেল বলেছেন: আমার ব্যক্তিগত জীবনের এমন কিছু ব্যাপার নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। যদিও এমন না পুরোপুরিঃ রুমকী
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! কিভাবে মিলে গেলো ...?
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭
টুম্পা মনি বলেছেন: খুব ভালো লাগল লেখাটি। এই মুহূর্তে আমি এমনই আবেগী লেখাই খুজছিলাম।
শুভকামনা ঈপ্সিতা।