![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কি কখনো - তোর আমার লাল- নীল স্বপ্নে সাজানো টুকরো টুকরো মুঠোবার্তায় কিংবা অভিযোগের সুরে মোবাইল এর ইনবক্স কেঁপে কেঁপে উঠবে - ? নিদ্রাহীন কোন রাত কি কাটবে তোর ফোনের অপেক্ষায়- ? কিংবা দুবেলা যোগাযোগ - দুবেলা ভালোবাসা- দুবেলা হিংসার বনাঞ্চলে আর কি কখনো লুটোপুটি খাওয়া হবে? হারানো হবে কি ভালোবাসার রিমঝিম শব্দে ? হৃদয়ে কি বেজে উঠবে ভালোলাগার কোন সুর? হয়ত নয়! কিন্তু কেমন করে আমি বোঝাই তোকে আমার মনের ব্যাকুলতাকে ? ঝড় যেমন করে জানে অরণ্যকে তেমনি করে আমিও তো তোকে জানি--! ভালোবাসার কোন সংস্কৃত হয়না বন্ধু! শোন , আমার দেখার বিষয় মাত্র একটি - তোরও আছে কি না হৃদয়?
তুই আমাকে ভীষন ভাবে দুঃখিত করে দিয়েছিস - অকপট সার েল্য কিভাবে ভালবাসতে হয় -তুই কি ভুলে গেছিস তা? জীবনের এই কঠিন গভীর অন্ধকারে - আসবি কি আর তুই কোনদিন এ পাড়ে ---?
একটু ভালোবাসা - একটু খুনসুটি --আর ঝগড়াঝাঁটিতে -- কিংবা মান-অভিমানের স্রোতে আর কি ভাসবেনা আমাদের তরী ---! তুই কি হারিয়ে গেছিস আমার দৃষ্টির অগোচরে --? তোকে যদি বর্বর বলে থাকি- সেটা অভিমান থেকেই বলেছিলাম- কারন তুই আমাকে চরম অপমান করেছিলি- ! ভাসিয়ে দিয়েছিস আমাকে লজ্জার সাগরে- যেখানে আমি হাবুডুবু খাচ্ছি --আর হাতড়ে বেড়াচ্ছি - সেই তোকে খুঁজে পেতে- ! যে আমাকে---!
কখন যে তুই আপন হয়েছিলি তা বুঝতে পারিনি- যখন খুব সহজেই পর হয়ে গেলি তখন বুঝেছি--! জানিস, কিছু ভালোলাগার স্মৃতির রেশ থাকে অনুনয়- অনুভবে, ভাবে-ভালবাসায়-, রৌদ্রে - ছায়ায়, মেঘ- বৃষ্টিতে , রাগে- অনুরাগে, শরত- হেমন্তে , কল্পনা কিংবা বাস্তবে-অথবা সর্বত্র ---!
তোর অবহেলা- অপমান- আর উদাসীনতায় - এই মুহূর্তে একাকীত্ব যখন আমাকে কাঁদাচ্ছে, অথবা বহুজনের মাঝেও আনমনা হয়ে যাচ্ছি আমি- ঝাপসা হয়ে আসছে
দু’ চোখের দৃষ্টি --তখন বুঝতে পারছি ---তোকে কতটা ---- !
যদি কখনো ভুল ভেঙ্গে যায়- অভিমানগুলোকে ছুড়ে ফেলে- ফিরে আসিস আমার আঙিনায় -- প্রথমেই বলিস- ভুলটা ছিল কোথায় ? যদিও আমি জানি -তুই আসবি না! আর আমার ফিরে যাওয়ার পথ ও তুই রাখিসনি ! তবুও মনে মনে চাইছি- --।
কেন এমন করলি - ? কেন চেনা হতে হতে তুই অচেনাই থেকে গেলি--!
জানিনা কেন আজ অকারনে বসে আছি- এলোমেলো ভাবনায় কেন ডুবে আছি- কেন আজ আমার আকাশটা মেঘে ঢাকা --থেমে গেছে ভালোবাসার চাকা--!
কেন ক্ষণিকের পথচলা - কিছু ভালোলাগা - ভুল ভেবে আবার ফিরে আসা-?
জানি এসব কিছু তোকে স্পর্শ করেনা- করেনা আমার মত তোকে উতালা! এত কিছু ভাবার সময় তোর কোথায় ?!?
তবে কেনইবা আজ আমার মন এত উতালা-- হৃদয় জুড়ে কেন এত তোলপাড় ---একি অজানা কোন ঝড়ের আহবান- না কি বেদনার কোলাহল --?
ভাল লাগছে না কিছুই - সময়গুলো কেটে যাচ্ছে কেমন এলোমেলো ভাবে, শব্দহীন নিস্তব্ধতায়-! আমার নিস্তব্ধতা কি, তুই কি তা বুঝিস না? আমি কি আজো তোর কাছে অজানা?
তোকে দেখেছিলাম আকাশের নীলের মাঝে- ছুয়েছিলাম গোধূলির লাল পরশে- পেয়েছিলাম বৃষ্টির রিমঝিম সুরে-- হারিয়ে ফেললাম এক অজানা ঝড়ে --!
তবুওতো তুই রয়ে যাবি - স্বপ্নিল কোন অনুভবে- নয়ত বিষাক্ত কোন ক্ষত হয়ে- যা প্রতিনিয়ত দগ্ধ করবে আমাকে- !
জানি , আমার হৃদয়ের চাপা কান্নার আওয়াজ আজ তুই শুনতে পাচ্ছিস না- কিংবা তোকে তা স্পর্শও করেনা- কারন তুই চলে গেছিস এক ভিন্ন জগতে- !
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! তবে গল্প নয়.........!
২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৭
সাদাসিধা মানুষ বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মন খারাপ ?
৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩১
তানিয়া হাসান খান বলেছেন: ভাল লাগল
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:০১
আমিনুর রহমান বলেছেন:
মন খারাপের গল্পে +++
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! মন খারাপের গল্পে ৩ টা + দেয়ার জন্য!
৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো
মন খারাপ করানোর জন্য মাইনাচ
৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! মন খারাপ করানোর জন্য সরি বলতে হবে কি?
৬| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জীবনের কিছু কথা বা সময়ের আচে লোকানো কিছু স্মৃতি ই এক সময় গল্প হয়ে যায়। আবার ও পড়লাম । ভাল লাগা সব টুকু রইল।
৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ আবার পড়ার জন্য!
৭| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪
মাক্স বলেছেন: টাচি, গল্প না হইলে তো আরও টাচি।
৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গল্প নয়.........! জীবন কিংবা গল্পের অনেক কিছুই তো এভাবে ছুঁয়ে যায়...!
৮| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮
অনির্বাণ প্রহর বলেছেন: আমি কি গল্প পড়লাম নাকি আত্মকথন!!
অনেক বিষণ্ন কিছু অনুভূতি ছুঁয়ে গেল।
৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আত্মকথন!!কিংবা বলতে পারেন যাপিত জীবনের কিছু বিষণ্ণ অনুভব !
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫
ফ্রেয়া রুনি বলেছেন: এই একই অনুভূতিতে আচ্ছন্ন আমিও ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি আর করা যাবে?
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মর্মষ্পর্শি গল্প!হৃদয়ের ব্যাকুলতা আর আর্তিতে পূর্ণ। ভাল লাগা রইল।