![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ নীল আকাশ থেকে এক টুকরো নীল এনে দিবি...
বলেছিলাম তোকে ...? বলিনি না?
কেন জানিস......?
কারন আমার নীল আকাশ তো তুই ছিলি।
যেখানে শ্বেত-শুভ্র মেঘের পালক মেলে আমি ভেসে বেড়াতাম
রোদ- বৃষ্টির লুকোচুরিতে দুজনে মুগ্ধ হতাম!
মাঝে মাঝে ঝড়- তুফানে এলোমেলো হয়ে যেতাম...
খানিক পরেই আবার কাছাকাছি আসতাম...!
ঐ চাঁদ থেকে একটু আলো এনে দিবি ......?
বলেছিলাম তোকে ...? হু? বলিনি না?
কেন জানিস...?
কারন তোর মনের আকাশে ভালোবাসার যে আলোটা চাঁদ হয়েছিলো
সেই আলোয় আলোকিত হয়ে ..
একদিন আমি তোর চাদনী হয়ে গিয়েছিলাম...।
মাঝে মাঝে সেই আলো থেকে নীল নীল জ্যোৎস্নায় ভেসে...
তোকে নিয়ে ভালোবাসার খুনসুটিতে মেতে উঠতাম ......!
বলেছিলাম তোকে সাগরের কাছে নিয়ে যেতে?
চেয়েছিলাম কি সেই মাতাল করা ঢেউয়ের মাঝে হারিয়ে যেতে......?
বলিনি না......চাইনি না... ?
কারন কি জানিস......?
আমি ডুব দিতে চেয়েছি তোর দুচোখের মাঝে......
যেখানে ভালোবাসার স্বপ্নগুলো লুকিয়ে আছে...।।
৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! আপনিও তো বেশ ভালো লিখেন! একটু ব্যস্ততার কারনে কারো লেখা পড়েই মন্তব্য করতে পারছি না।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫
শাহজাহান মুনির বলেছেন: আমি ডুব দিতে চেয়েছি তোর দুচোখের মাঝে......
যেখানে ভালোবাসার স্বপ্নগুলো লুকিয়ে আছে...।।
ভাল হয়েছে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: "মাঝে মাঝে সেই আলো থেকে নীল নীল জ্যোৎস্নায় ভেসে...
তোকে নিয়ে ভালোবাসার খুনসুটিতে মেতে উঠতাম ......! "
মনমুদ্ধকরা কবিতা।
অনেক অনেক ভাল লাগা রইল।ভাল থাকবেন, আরো লিখবেন।