![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতই বলি নিজেকে সামলে নিবো আসলেই কি যায় রে?!?
যতই বলি- তোকে দেখবো না, কথা বলবো না--
আসলেই কি পারা যায়?
এই দেখনা কেমন মিস করছি তোকে ---!
তুই -ও কি করছিস?
তুই তো জানিস আমার জ্বর বাতিক আছে।
আবার কষ্ট পেয়ে যদি কাঁদি তাহলেও রক্ষে নেই-
কাঁদলেই জ্বর আসে--!
অথচ দেখ, এবার নিজেকে সামলে নিবো বলে কাঁদিনি --
ভেতরে ভেতরে পুড়ে গেছি তবু চোখ থেকে সুনামির ধারা নামতে দেইনি--!
টিপ টিপ দু/এক ফোটা অশ্রু ধারা মনে হয় চোখের কোনে ছিলো --
পাত্তা দিবো না বলে -- চেষ্টা করেছি--
কিন্তু তবুও জ্বর এসে গেছে-
কষ্টের তাপমাত্রা আর জ্বরের তাপমাত্রা কত আমি না নিজেও বুঝতে পারছি না--
কি করবো বল তো --?
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! মাপবো না...জানি তো ----!
২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৩
Kawsar Siddiqui বলেছেন: কানদেন
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!
৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৬
খাটাস বলেছেন: আর একটা কিছু লিখে ফেলেন।
আপনার পোস্ট গুলো তে কেন যেন বিচ্ছেদ আর হতাশার সুর আছে। হতাসাগ্রস্থ মানুষ মোটেই পছন্দ নয় আমার। মাফ করবেন। মতামত বেক্তিগত।
মন থেকেই লিখেছেন মনে হচ্ছে। ভালই।
আপনার কাছে নতুন ধারার পোস্ট চাই। ভাল থাকবেন। শুভ কামনা।
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হতাশার মধ্যেই কিন্তু কিছু আশা / ভালোবাসার সুর আছে...! ধন্যবাদ ! চেষ্টা থাকবে নতুন কিছু দেয়ার।
৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩
আমিনুর রহমান বলেছেন:
খাটাস বলেছেন: আর একটা কিছু লিখে ফেলেন।
আপনার পোস্ট গুলো তে কেন যেন বিচ্ছেদ আর হতাশার সুর আছে। হতাসাগ্রস্থ মানুষ মোটেই পছন্দ নয় আমার। মাফ করবেন। মতামত বেক্তিগত।
মন থেকেই লিখেছেন মনে হচ্ছে। ভালই।
আপনার কাছে নতুন ধারার পোস্ট চাই। ভাল থাকবেন। শুভ কামনা।
স হ ম ত
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চেষ্টা থাকবে নতুন কিছু দেয়ার।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩
শাহজাহান মুনির বলেছেন: অথচ দেখ, এবার নিজেকে সামলে নিবো বলে কাঁদিনি --
ভেতরে ভেতরে পুড়ে গেছি তবু চোখ থেকে সুনামির ধারা নামতে দেইনি--!
প্রথম একটা লেখা পড়ে বাকিগুলো পড়ার লোভ সামলাতে পারলাম না ।
লেখা অনেক ভাল হয়েছে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
আমি অভ্র বলেছেন: তাপমাত্রা মেপে ফেলেন

সুন্দর হয়েছে