![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই না একটা চোর !
কিভাবে কিভাবে আমার হৃদয়ে প্রবেশ করে
মনটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেলি--!
তুই একটা আস্ত ডাকাত !
ভর দুপুরে/ রাত/বিরাতে ঘরে এসে
সব কিছু লুট-পাট করে নিয়ে
আমাকে এলোমেলো করে দিয়ে যাস --!
তুই একটা সন্ত্রাসী !
এটা করা যাবে না/ ওটা করা যাবে না
এইটা /সেইটা আরও কত কি-
এই সব বলে সব-সময় হুমকি দিস!
তুই একটা ছিনতাইকারী!
যখন-ই কোথাও কল্পনাতে ঘুরতে যাওয়ার প্রসঙ্গ আসে
তুই আমার পার্স হাতিয়ে ভাড়া দিয়ে দিস!
আবার রিকশাওয়ালাকে বেশি বেশি ভাড়া দিয়ে-বলিস,
মামা, মামির জন্য কিছু নিয়ে যেও!
কত্ত হারামি রে!
যখন-ই কোথাও কল্পনাতে কোন রেস্টুরেন্ট-এ যাই
তুই বিলটা আমাকে দিতে বলিস!
নয়ত ছিনতাইকারীর মত পার্সটা
হাতিয়ে নিয়ে বিল দিয়ে দিস!
যাহ! তুই যে আর কি---!?!
আসলে তুই একটা আস্ত হারামি!
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে তুই একটা আস্ত হারামি!
চমৎকার !!!
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
আমিনুর রহমান বলেছেন:
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ৩ -৩ টা ইমো ! ধন্যবাদ !
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার লেখাগুলো আমার অনেক ভাল লাগে । আপনার লিখনীর জোর অনেক। অনেক ভাল লিখেন আপনি।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! আমি খুব সহজ ভাবে যা ভাবি তাই লিখি, লেখার মধ্যে সেরকম কোন অলঙ্কার না থাকলেও যে ভাল লেগেছে, সে জন্য আবারও ধন্যবাদ !
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
আরো অনেক অনেক লেখা চাই।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
তৌফিক আনজাম বলেছেন: ভাল্লাগছে
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: