![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নানী বাড়ীতে ভাড়া থাকে মৌ’রা। অদ্ভুদ সুন্দর এই মেয়েটির দিকে যখন- ই তাকাই মুগ্ধ হয়ে যাই! ভাবি আল্লাহ্ ওকে এত সুন্দর করে সৃষ্টি করেও কেন শারীরিক প্রতিবন্ধী বানালো ? কত বয়স হবে মেয়েটার ? ৯ কি ১০। ঠিকমত হাঁটতে পারে না, কথা বলতে পারে না অথচ দেখতে এত সুন্দর, চুলগুলো কি সুন্দর - ! সেই মেয়েটা দিনে দিনে বড় হচ্ছে- যেই দেখে সেই আফসোস করে কিন্তু মেয়েটিকে দেখে আমি চিন্তা করি অজানা এক আশঙ্কার! এখন পর্যন্ত মেয়েটির প্রতি এলাকার মানুষ বেশ সহানুভূতিশীল কিন্তু বলা যায় না কখন কি দুর্ঘটনা ঘটে যায়? ওর বাবা-মা ও চিন্তিত। মেয়েটির সেরকম কোন চিকিৎসা তার বাবা- মা করাচ্ছেন না, শুধু হোমিও চিকিৎসায় তার পায়ের ব্যলেন্স ঠিক করার চেষ্টা করছেন জানি না কতটা সফল হবেন? ওর মা খেয়াল রাখলেও মেয়েটি মাঝে মাঝে একাই বাসা থেকে বেড়িয়ে আসে খোঁড়াতে খোঁড়াতে - ভয়টা সেখানেই! কখন কার চোখ পড়ে যায় কিংবা কোন দুর্ঘটনা ঘটে যায়। এইসব শারীরিক প্রতিবন্ধী শিশুদের প্রতি যেমন বাবা-মা’র পূর্ণ খেয়াল রাখা উচিৎ তেমনি সমাজের মানুষগুলোর ও উচিৎ তাদের প্রতি অহেতুক কৌতুহল কিংবা কটু কথা না বলে স্বাভাবিক ভাবে তাদের বাঁচতে দেয়ার। সমাজে যাতে আর ১০টা স্বাভাবিক মানুষের মত তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে সে অধিকার নিশ্চিত করা।
এইসব শিশুদের বসবাস উপযোগী পরিবেশ গড়ে তোলার জন্য সবার প্রথমে পরিবারের মানুষগুলোকে এগিয়ে আসতে হবে এবং তার সাথে সাথে সমাজ এর সকল মানুষদের সহযোগিতার হাত বাড়াতে হবে।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একটু ব্যাক্তিগত প্রসঙ্গ যদি কিছু মনে না করেন,
আপনি কোথায় থাকেন, কি করেন একটু জানাবেন?
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি দিনাজপুর থাকি।বাকি ইনফো - https://www.facebook.com/epshita.chowdhury
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
মাথাল বলেছেন: সমবেধনা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মেয়েটির প্রতি আল্লাহ সহায় থাকুক।