![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি কখনো কোন এক উদাস দুপুরে- --
হঠাৎ ঘুম ভেঙ্গে মনে পড়ে যায় আমাকে ভুলক্রমে ---
মিস করছিস বলে,যখন ফোন কিংবা মেসেজ দিতে গিয়েও দিতে পারবি না-
তখন - জানালা দিয়ে এক ফালি আকাশের দিকে তাকাস-
যে মেঘটা সে সময় ভেসে যাবে কিংবা
দেখা যাবে মনে করিস আমি সেখানেই আছি----
পারলে খুঁজে নিস আমাকে সেখানে--?
যদি কখনো কোন এক বিষণ্ণ বিকেলে--
অফিসে কিংবা দোকানে বসে -
একাকী মনে হয়- কিংবা মনে পরে যায় আমার কথা-
অনুভব করিস --সে সময়ে বয়ে যাওয়া
ঝিরিঝিরি বাতাসের মধ্য দিয়ে--
তোকে আলতো করে ছুঁয়ে যাচ্ছি--আমি- - !
দেখবি তোর চুলগুলো এলোমেলো হয়ে গেছে--
পারবি তো ----?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!রাম ভোদাইগাধা !
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পারবে , পারবে । ++++++++++++++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!বুঝতে পারলে তো ভালোই !
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭
তাসফিক হোসাইন রেইজা বলেছেন: ভালো হইছে ভাই
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪
শাহজাহান মুনির বলেছেন: প্রিয়তে নিলাম ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: এত সহজ করে দেওয়ার পরও যদি সে না পারে তাহলে সে একটা রাম ভোদাই