![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়া যায় কিন্তু সম্পর্কের টানাপড়েনে পড়ে কিংবা অন্য কোন কারনে সেই প্রেমের সম্পর্ক ভেঙ্গে আবার বন্ধুেত্ব ফিরে আসা যায় না তাহলে ভালোবাসাটাকে অপমান করা হয়। কিন্তু অনেকে তুই- তোকারি বন্ধুত্তের সম্পর্ক থেকে ভালোবাসার মায়াজালে জড়ায় কিন্তু কখনো কখনো সেই সম্পর্কের টানাপড়েনে পড়ে ভালোবাসার সম্পর্ক ভেঙ্গে আবার বন্ধুত্তে ফিরে আসতে চায়! ছি!ছি!
এভাবে যারা ভালোবাসাকে অপমান করে তারা না হতে পারে একজন ভাল বন্ধু না তাদের যোগ্যতা আছে একজন ভালোবাসার মানুষ হওয়ার।
ভালোবাসা কিংবা বন্ধুত্ব সেটা কি খুব-ই অমূল্যবান কিছু?
যে যখন- তখন তার মিসইউজ করে মানুষ!
বন্ধুত্ব কিংবা ভালোবাসার যে সম্পর্কই গড়ে তুলুন না কেন, সেটা ১০০% ভাবেই গড়ে তুলুন এন ১০০% ভাবেই সেই সম্পর্কটাকে বিশ্বাস ও বিশ্বস্ততা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করুন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি বলেছি বন্ধুত্ব থেকে ভালবাসায় যাওয়া যায় কিন্তু সেই ভালবাসাকে ভেঙ্গে আবার বন্ধুত্তে ফিরে আসা যায় না... একটু চিন্তা করে দেখুন- তাহলেই বুঝতে পারবেন!
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
সুহান সুহান বলেছেন: আসলে আমরা যত সহজে ব্যাপারগুলিকে সরলীকরণ করি হয়তো ব্যাপারগুলি এত সহজে সরলীকরণ করা যায় না।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একমত! ধন্যবাদ !
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
সুহান সুহান বলেছেন: @তালাত
আপনি যা বলছেন তা স্বাস্থ্যকর না। আমরা কাউকে ভালোবাসি। কোন কারণে যদি সেই মানুষটার সাথে আমাদের ভালোবাসার সম্পর্কের পূর্ণতা না আসে তাহলে সেই মানুষটার সাথে 'বন্ধুত্বের' মোড়কে নতুন করে সম্পর্ক বয়ে না নিয়ে যাওয়াই ভালো। যদি তা না করেন, তাহলে জটিলতার সৃষ্টি হয়। নতুন কাউকে ভালোবাসার জায়গা তৈরি হয় না। তৈরি হলেও নতুন মানুষটার সাথে প্রতারণা করা হয়। যেখানে আমরা মন থেকেই অনেক চেষ্টা করেও ভালোবাসার মানুষকে দূরে ঠেলতে পারি না। সেখানে পাশে রেখে কিভাবে সব ভুলে যাওয়া যায়। এটা এক ধরনের প্রতারণা। নিজের সাথে। আশেপাশের মানুষের সাথেও।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একমত! ধন্যবাদ !
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
সুকান্ত কুমার সাহা বলেছেন:
বন্ধুত্ব > প্রেম > বিয়ে > বিচ্ছেদ = Possible
বন্ধুত্ব > প্রেম > বিচ্ছেদ > বন্ধুত্ব = Impossible
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি সেটাই বলতে চেয়েছি। ধন্যবাদ!
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সহমত !
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
ডরোথী সুমী বলেছেন: সম্পর্ক গুলো এতে নষ্ট হয়। আবার বন্ধুত্বে ফিরে আসা মানেই চালাকি করা। ভালবাসা নষ্ট হলে তাকে পুরোপুরি ত্যাগ করা উচিত। এটা উভয়ের জন্য শুভ।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
তৌফিক আনজাম বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
তালাত বলেছেন: কিন্তু কেউ যদি আবার ঠিক ঠাক বন্ধুত্বে ফিরে আসতে পারে, সমস্যা কি? ভালোবাসা থেকেও কিন্তু বন্ধুত্ব হতে পারে।