![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ যুগের বিএফ/ জিএফ!
জিএফ এর বান্ধবীদের নিয়ে চাইনিজে যাওয়া এন
এটা- ওটা কিনে দেয়ার যন্ত্রনায় বিএফরা কাতর, হরহামেশাই সেটা শোনা যায়-!
কিন্তু বর্তমানের মোবাইল ও ফেসবুকিও যুগের বিএফরা
তার থেকেও নিকৃষ্টতম কাজ করে থাকে!
এরা রিলেশন- এ গিয়ে- আগেই -জিএফ এর মোবাইল সিজ করে
এন ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে নেয়!
অথচ নিজেরটা দেয় না! বেশ কয়েকজনের কাছে এক-ই কথা শুনলাম!
বিশ্বস্ততার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার মানসিকতা যাদের থাকবে তারা এমনিতেই তা টিকিয়ে রাখবে কিন্তু তার জন্য এ ধরনের নিচু মানসিকতার পরিচয় দেয়ার দরকার আছে কি? ( সবাই যে এই কাজ করে তা না) । যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনের প্রতি দুজনের বিশ্বাস রাখাটা এন বিশ্বস্ততার সাথে সেই সম্পর্ক টিকিয়ে রাখার মত মানসিকতা মনে হয় আজকাল অনেকের মধ্যেই থাকছে না!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন! আসলেই এখনকার সম্পর্ক গুলোর মধ্যে থেকে বিশ্বাস আর বিশ্বস্ততা নামক শব্দ দুটি হারিয়ে গেছে!
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১
সাদাসিধা মানুষ বলেছেন: ,
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
মোঃ তারিফ হাসান বলেছেন: মন্তব্য নিষপ্রয়োজন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
একাকী বাংলাদেশি বলেছেন: মুখে মুখে এত যে বিশ্বস্ততার কথা বলেন, এই বিশ্বাস কি আকাশ থেকে নেমে আসবে নাকি কোন জায়গা থেকে সার্টিফিকেট পাওয়া যায় যে মানুষ চট করেই কাউকে বিশ্বাস করবে। আর এতই যদি বিশ্বাসের কথা বলেন আশেপাশের অবিশ্বাসের ঘটনাগুলো কি পর্যবেক্ষন করা হয় না?
আপনার গাড়ির ড্রাইভার যদি ২০ বৎসরের বিশ্বস্তও হয় তারপরেও তার মধ্যে মাতাল এর কোন লক্ষন দেখা দিলে আপনার নিজেকেই সর্তক হতে হবে এবং তাকে সাময়িক ভাবে ড্রাইভিং সীট থেকে সরিয়ে দিতে হবে। ইমোশনের কোন কাজ কারবার নাই। এটাই হলো বাস্তবতা।
আমার মন্তব্য ছেলে-মেয়ে সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। জেন্ডার ডিসক্রিমিশনের কোন সুযোগ নেই।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুখে মুখে বিশ্বাসের কথা শুধু বলিনি- বিশ্বাস এন বিশ্বস্ততা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলেছি! যেহেতু এর জন্য কোন সার্টিফিকেট নেই তাই কোন একটি সম্পর্কে জড়ালে আপনাকে অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে এন নিজেকেও বিশ্বস্ত থাকতে হবে! অবিশ্বাসের ঘটনা ঘটছে বলেই কি সম্পর্কের শুরুতেই সন্দেহের জাল বুনতে হবে কারো প্রাইভেসি নষ্ট করে- আর বিএফ যদি জিএফ এর ফেবু পাস নিয়ে নেয় -তাহলে সে তারটা দিতে পারে না কেন? একটু পজেটিভ হলে বা ভাবলে ক্ষতি কি? আমার মনে হয় আমার কথাগুলো আমি বোঝাতে পারিনি!
সব সময় অবিশ্বাসের জাল বুনে রাখলে কি চলবে?
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩
এম এম কামাল ৭৭ বলেছেন:
ভালবাসা থাকে বিশ্বাসে। সেই বিশ্বাস ধরে রাখতে হবে দুই জনকেই। কারন এক জনের ভুলে দুই জনকেই কষ্ট পেতে হয়। তখন জীবন থেকে শুধু ভালবাসাই হারিয়ে যায় না, হারিয়ে যায় মূল্যবান আরও অনেক কিছু।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন!
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
রাহুল_৪৯৭ বলেছেন: //মুখে মুখে এত যে বিশ্বস্ততার কথা বলেন, এই বিশ্বাস কি আকাশ থেকে নেমে আসবে নাকি কোন জায়গা থেকে সার্টিফিকেট পাওয়া যায় যে মানুষ চট করেই কাউকে বিশ্বাস করবে। আর এতই যদি বিশ্বাসের কথা বলেন আশেপাশের অবিশ্বাসের ঘটনাগুলো কি পর্যবেক্ষন করা হয় না?
আপনার গাড়ির ড্রাইভার যদি ২০ বৎসরের বিশ্বস্তও হয় তারপরেও তার মধ্যে মাতাল এর কোন লক্ষন দেখা দিলে আপনার নিজেকেই সর্তক হতে হবে এবং তাকে সাময়িক ভাবে ড্রাইভিং সীট থেকে সরিয়ে দিতে হবে। ইমোশনের কোন কাজ কারবার নাই। এটাই হলো বাস্তবতা//
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুখে মুখে বিশ্বাসের কথা শুধু বলিনি- বিশ্বাস এন বিশ্বস্ততা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলেছি! যেহেতু এর জন্য কোন সার্টিফিকেট নেই তাই কোন একটি সম্পর্কে জড়ালে আপনাকে অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে এন নিজেকেও বিশ্বস্ত থাকতে হবে! অবিশ্বাসের ঘটনা ঘটছে বলেই কি সম্পর্কের শুরুতেই সন্দেহের জাল বুনতে হবে কারো প্রাইভেসি নষ্ট করে- আর বিএফ যদি জিএফ এর ফেবু পাস নিয়ে নেয় -তাহলে সে তারটা দিতে পারে না কেন? একটু পজেটিভ হলে বা ভাবলে ক্ষতি কি? আমার মনে হয় আমার কথাগুলো আমি বোঝাতে পারিনি!
সব সময় অবিশ্বাসের জাল বুনে রাখলে কি চলবে?
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
দি সুফি বলেছেন: নাইন-টেনের পোলাপাইনের বিশ্বাসের বুঝ আছেই বা কতটুকু!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটা নাইন- টেন না সব বয়সের মানুষের জন্য বলা হয়েছে! আর নাইন /টেনের পোলাপাইন এখন অনেক কিছুই বুঝে।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৯
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: ছেলে যদি ফেসবুকের পাসওয়ার্ড না দেয়ে তাহলে মেয়েরও দেয়া উচিত না।
আপনি দরকার হয় আগে পাসওয়ার্ড নিয়ে নিবেন তার পর দিবেন।
অবশ্য এর মধ্যেই লেনদেন হয়ে থাকলে অন্য কথা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! তা ঠিক! কিন্তু মেয়েরা দিয়ে দেয় বাট ছেলেরা দেয় না!
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
সংসপ্তক_২০১১ বলেছেন: লিঙ্কনহুসাইন ভাই এর লেখা পড়ে হাসতে হাসতে শেষ ।ভাই, প্রেম করার আগে দরকার বধশক্তি।প্রেম কি, কেন, কিভাবে, কোথায়, এইসব জানা।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
লিঙ্কনহুসাইন বলেছেন: এই যুগে বিএফ যেন বি এস এফ এ পরিনত হয়েছে !! আর জিএফ যেন বিজিবিতে পরিনত হয়েছে , পত্রিকার পাতা খুললেই দেখি বিএফ এর সাথে দেখা করতে গিয়ে জিএফ ধর্ষিত হয়েছে