![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই না হয় অন্য কারো আকাশে
খুঁজে দেখিস সুখের ঠিকানা ......
আমি না হয় পুরনো স্মৃতির মাঝেই
ডুবে থেকে ভুলবো আমার যন্ত্রণা!
তুই না হয় তোর মত করে
ভালবাসিস অন্য কাউকে...।
আমি না হয় দূর থেকে ...
ভালোবেসে যাবো শুধু তোকে ......!
স্বপ্ন পোড়ার কষ্ট কি
জানি তুই বুঝবি না......
কখনো আমি হারিয়ে গেলে
জানি তুই খুঁজবি না... !
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! কবি বলাতে লজ্জা পাচ্ছি! যদিও অনেকদিন থেকে লিখি-তবুও নিজেকে কবি বা লেখক এখনো ভাবতে ভয় লাগে! আর কি বলবো বুঝতে পারছি না!
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে ||
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২
শাহজাহান মুনির বলেছেন: "তুই" করে লেখা গুলো পরতে অনেক ভাল লাগে ।
লেখা ভাল হয়েছে ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! তুই তুই বলতে বলতে লিখাগুলো সব তুই দিয়েই হয়ে যায়!
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কবিতা
ভাল লাগা রইল কবি ।
ভাল থাকুন সব সময় ।।