![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত সহজেই বলে দিস-
অন্য কেউ আছে তোর পাশে-!
অথচ একবারও ভেবে দেখিস না
ভালবাসার মানুষের পাশে অন্য কাউকে
ভাবাটা কতটা কষ্টকর ?
একাকি নির্ঘুম রাত যখন কাটাই...
সুখময় ক্ষণগুলোর কথা ভেবে ভেবে
নীরবে কেঁদে যাই-...
তখন ফোনে থাকা মুঠোবার্তা গুলো দেখি...
পড়তে পড়তে সব কিছু কেমন ছবির মত ভেসে উঠে ......।।
মাঝে মাঝে অন্য কোন নং থেকে কল করে তোর কণ্ঠ শুনতে ইচ্ছে করে
কিন্তু পারি না- অজানা এক অভিমানে দুমড়ে- মুচড়ে যাই -!
তারপর নিজের কাছে হেরে গিয়ে-
তোর অজান্তে রেকর্ড করা কথাগুলো শুনে তোর মাঝে হারাই!
তোকে দেখতে মন চাইলেই ছুটে আসি- চুপি চুপি তোকে দেখে নিয়ে
তারপর মুঠো ফোনে সেভ করে রাখা ছবিটাতে আলতো করে হাত বুলিয়ে দেই-!
আর তখন-ই অজানা এক আশঙ্কায় কেঁপে উঠি -
ভাবি যে তুই বলেছিস - অন্য কেউ আছে তোর পাশে-
সেই “তার” তোকে - এভাবে ছুঁয়ে দেখার অধিকার তো আমার নেই।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: করার কিছু নাই!
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
মাক্স বলেছেন: টাচি!
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! হৃদয়ের ব্যাকুলতা !
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
শাহজাহান মুনির বলেছেন: একাকি নির্ঘুম রাত যখন কাটাই...
সুখময় ক্ষণগুলোর কথা ভেবে ভেবে
নীরবে কেঁদে যাই-...
তখন ফোনে থাকা মুঠোবার্তা গুলো দেখি...
পড়তে পড়তে সব কিছু কেমন ছবির মত ভেসে উঠে ......।
ভাললাগা জানবেন। অনেক অনেক শুভকামনা রইল।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: মনের কথা। ভালো লেগেছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৮
স্বাধীনহ্যাপী বলেছেন: মাঝে মাঝে অন্য কোন নং থেকে কল করে তোর কণ্ঠ শুনতে ইচ্ছে করে
কিন্তু পারি না- অজানা এক অভিমানে দুমড়ে- মুচড়ে যাই মনের কথা বলেছেন। আসলেই অনেক কষ্টের
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই!অনেক কষ্টের !
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: