![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি না কি ভালবেসে মহান হতে চাই
যেদিন এই তীরটা আমার দিকে ছুড়েছিলি
আমি যন্ত্রনাবিগ্ধ হয়েছিলাম ।
তীব্র অভিমানে তোর মত করে
পিছু ফিরতে চেয়েছিলাম......
পরাজয় মেনে নিতে চেয়েছিলাম
কিন্তু পারি নি ......!
কষ্টে কষ্টে যে তুই আমার বুকটাকে ঝাঁজরা করে দিয়েছিস
সেই তোকে ভালবাসি বলার সময় তীব্র অভিমান হয় ...
মনে হয় কেন আমি বোবা হয়ে যাচ্ছি না...
মাঝে মাঝে নিজেকে ক্ষতবিক্ষত করতে ইচ্ছে হয়!
যেন ভালবাসার কথাগুলি আর লিখতে না পারি!
তীব্র অভিমানে খুঁজে পেতে ইচ্ছে হয় -
এই ভালোবাসার উৎস কোথায় ?
কিন্তু পাই না- !
সম্পর্ক শেষ হলে হাজারও স্বপনের মরন হয় রে!
যা সাজাতে অনেক দিন লেগেছিল --!
তোর কাছে সম্পর্ক ধরে রাখাটা কতটা কষ্টের
কিংবা বোঝার ছিল তা জানি না ...।।
কিন্তু সম্পর্ক ভেঙ্গে ফেলাটা আমার কাছে কষ্টের ছিল
তাই তীব্র অভিমান বুকে নিয়ে ......
এখনো তোকে ভালবাসি বলে যাই---- !
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
মায়াবী ছায়া বলেছেন: অভিমানি মেঘ দূরে সরে যাক । প্রিয় মানুষ কাছে আসুক ।।
কবিতায় ভালো লাগা ।
ভাল থাকুন ।।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! আমি নিজেও জানি না কবে এই অভিমানী মেঘ দূর হয়ে- ঝলমলে আলোতে কিংবা বৃষ্টির রিমঝিম সুরে ভিজবে---!
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
শাহজাহান মুনির বলেছেন: রাতুল_শাহ বলেছেন: বেশ সুন্দর কবিতা
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
রাতুল_শাহ বলেছেন: বেশ সুন্দর কবিতা