![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই যেদিন পিছুটান দিয়েছিলি
সেদিন তোর নামের সাথে...
ভন্ড বা প্রতারক তকমা লাগিয়ে
নতুন কোন ছবি আঁকতে পারিনি!
যখন কারনে-অকারনে আমাকে অজস্র গালি দিতিস,
তখন অভিমান হত, রাগ হত,
মাঝে মাঝে আবার হেসে উড়িয়েও দিতাম!
কিন্তু কখনোই উল্টো তোকে গালি দিয়ে গালিবাজ বলে আক্রমন করিনি!
কিংবা সেরকম কোন ছবিও আঁকিনি !
এই তুই-ই আবার যখন আমাকে হুমকি দেয়া শুরু করলি
তখন কষ্টে বুকটা ঝাঁজরা হয়ে গেল...
কিন্তু সেই তোকে সন্ত্রাসীর চেহেরাই আঁকিনি !
মায়া- মমতা- ভাললাগা আর ভালবাসার
যে বাঁধনে তুই আমাকে বেঁধেছিলি -
আমি সেই তখন-ই তোর একটা ছবি
মনে মনে এঁকে ফেলেছিলাম!
এখনো সেটাকেই আঁকড়ে ধরে আছি!
তাই তোর ইদানিং কালের আচরন গুলো নিয়ে
ঘসা-মাজা করে সেই ভালবাসার ছবিটাকে
মুছে ফেলে নতুন কোন ছবি আঁকতে পারিনি!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও একটা ধন্যবাদ দিলাম!
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
শায়মা বলেছেন: + দিতে পারলে একটা + দিতাম। কিন্তু এখন + দেওয়া যায়না আপুনি!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এত সুন্দর করে আপুনি বলেছেন- আবার প্লাস কিসের জন্য? এটাই তো যথেষ্ট ভাই!
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪
টুম্পা মনি বলেছেন: আমাদের মস্তিষ্ক বড়ই পাজি লোক, যেটা মুছে ফেলার সেটা মনে রাখে, আর যেটা মুছে ফেলার না সেটা মনে রাখে।
তাই তোর ইদানিং কালের আচরন গুলো নিয়ে
ঘসা-মাজা করে সেই ভালবাসার ছবিটাকে
মুছে ফেলে নতুন কোন ছবি আঁকতে পারিনি!
ভালো লাগল আপুনি আপনার লেখা। প্লাস দেয়া গেলে প্লাস দিতাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! যা মুছে ফেলা দরকার তা আমরা মুছে ফেলতে পারি না! আসলে মনের মধ্যে যে ছবিটা একবার এঁকেছি তা ঘসা- মাজা করে নতুন ছবি আঁকার ক্ষমতা আমার নেই! ধন্যবাদ !
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: বদ পোলা!!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!বদ না ভাই পাগলা!
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
নূর আদনান বলেছেন: ভাল মেয়েরা এরকম পোলার পাল্লাতেই পড়ে, হয় বদ নাহয় পাগলা....
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা!কি জানি!
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
রাতুল_শাহ বলেছেন: সুন্দর ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬
শাহজাহান মুনির বলেছেন: অনেক সুন্দর ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
এ্যংরি বার্ড বলেছেন: থ্যান্কস