নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আপনি না একটা মেয়ে গুন্ডি!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

কাজে বাইরে গিয়েছিলাম। রিকশায় ছিলাম। রাস্তায় প্রচুর ভিড়! সব বাহন-ই যেন ধাক্কা ধাক্কি করে চলছে! হঠাৎ করেই আমার রিকশার পাশে একটা বাইক এসে ধাক্কা লাগালো। এবং রিকশার চাকার সাথে বাইকের চাকা লেগে গিয়ে জটিল অবস্থা! এর-ই মধ্যে দেখি বাইক থেকে এক ছোকরা নেমে এসে রিকশাওয়ালার শার্টের কলার চেপে ধরে মারতে হাত উঠালো ! মেজাজ এমনিতেই ই খারাপ ছিল, এইবার বলে উঠলাম-অ্যাই ছোকরা থাম। ছোকরাটা ভ্যাবাচ্যাকা খেয়ে শার্টের কলার ছেড়ে দিল। বললাম- অই রিকশাওয়ালাকে মারতে আসলি কেন? দোষ তো তোর -ই ! ছোকরা মনে হয় ভাবেনি, রাস্তায় কোন মেয়ে তাকে এইভাবে তুই-তোকারি করতে পারে! এইবার সে আমতা আমতা করতে লাগলো এন তোতলাইতে তোতলাইতে বলতে লাগলো - আমার কি দোষ ? আমি বললাম- তোর না তো কার দোষ ? তুই- ই তো রিকশার সাথে বাইক এনে ধাক্কা লাগালি! এইবার ছোকরা অন্য প্রসঙ্গ বাদ দিয়ে বলতে লাগলো - আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমিও বললাম- তোকে তুই করে বলবো না তো কি আদর করে তুমি ডাকবো ?তোকে যে মারিনি এটাই তোর ভাগ্য ! এর-ই মধ্যে লোকজন জমা হয়ে গেছে! ছোকরা কি ভাবল কে জানে- বাইক নিয়ে পালালো ! আমিও রিকশায় উঠলাম। আর মনে মনে হাসতে লাগলাম- রিকশায়ওালাও গল্প ফেঁদে বসলো - আপা একদম দেহি সিনামার কাহিনী হইলো ! ওমা! কিছুদূর যেতেই দেখি- রিকশার পাশে ছোকরার বাইক আসলো এন ছোকরা - “আপনি না একটা মেয়ে গুন্ডি বলে উঠলো” ! আমিও ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম- কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে উঠলাম - বদমাইশ ছোকরা পালাবি না মাইর খাবি, তোর কথা ফেবুতে লিখমু কইলাম- এইবার ছোকরা আবার মেয়ে গুণ্ডি বলেই বাইক নিয়ে ভাগলো ! হাহহা!

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

শায়মা বলেছেন: মেজাজ এমনিতেই ই খারাপ ছিল, এইবার বলে উঠলাম-অ্যাই ছোকরা থাম। ছোকরাটা ভ্যাবাচ্যাকা খেয়ে শার্টের কলার ছেড়ে দিল। বললাম- অই রিকশাওয়ালাকে মারতে আসলি কেন? দোষ তো তোর -ই ! ছোকরা মনে হয় ভাবেনি, রাস্তায় কোন মেয়ে তাকে এইভাবে তুই-তোকারি করতে পারে! এইবার সে আমতা আমতা করতে লাগলো এন তোতলাইতে তোতলাইতে বলতে লাগলো - আমার কি দোষ ? আমি বললাম- তোর না তো কার দোষ ? তুই- ই তো রিকশার সাথে বাইক এনে ধাক্কা লাগালি!



হাহাহাহা হাহাহা হাহাহাহাহাহা হাহাহাহাহাহা


আমি হলে জীবনেও পারতাম না!!!!!!!!!!!!!:P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি ক্যামনে পারছি- আমি নিজেও জানি না আপি! আমি একজনের সাথেই তুই- তোকারি করি ! রাস্তায় কিংবা নিম্ন- শ্রেণীর কোন মানুষের সাথেও তুই তুই করি না! কিন্তু এই মজার ঘটনায় আমি নিজেও অবাক!

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এতোটা এগ্রেসিভ না হয়ে ........স্বাভাবিক ভাবে বললেই হতো...যে...সাধারণ শ্রমজীবি মানুষদের সাথে নিজের বীরত্ব না দেখিয়ে....শোষণ ও দুঃশাসনকারী/জুলুমবাজদের কলার চেপে ধরুন...দেখি পারেন কি না? সাধারণ মানুষকে মানুষ হিসাবে জানতে /বুঝতে শিখুন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ভাই স্বাভাবিক ভাবেই বললেই পারতাম- কিন্তু ব্যাপারটা কিভাবে ঘটে গেছে আমি নিজেও জানি না! হু! খারাপ কিছু ঘটতেও পারতো! কিন্তু ছোকরাও চরম অবাক হওয়ার কারনে কিছু করে নাই!

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

হাসান মাহবুব বলেছেন: এমন গুন্ডীর দরকার আছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অই ছোকরা আপনি আমারে গুণ্ডি বলেন! সাহস তো কম না! হাহহাহ! মাইর দিমু কিন্তু কইলাম.........

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

ডাসট ইন দা উইনড বলেছেন: তুই তোকারি না করলেও হতো, যেহেতু পাবলিক ছিলো আশে পাশে......

তুই তোকারি এভাবে পাইকারি রেট এ করে পুলিশের লোকজন, ভালো মানুষ করে না....

পরে ফিরে এসে আরো খারাপ কিছু করতে পারতো, চড় টড় খেয়ে গেলেও কাউকে বলতে পারতেন না।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ভাই স্বাভাবিক ভাবেই বললেই পারতাম- কিন্তু ব্যাপারটা কিভাবে ঘটে গেছে আমি নিজেও জানি না! হু! খারাপ কিছু ঘটতেও পারতো! কিন্তু ছোকরাও চরম অবাক হওয়ার কারনে কিছু করে নাই!

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১

নীল-দর্পণ বলেছেন: মেয়ে গুন্ডী...হাহ হাহ হা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমারে মেয়ে গুণ্ডি বইলা হাসতাছেন -- আপনারেও কিন্তু মাইর দিমু কইলাম---হাহহা!

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই বার সামুতেও একজন গুন্ডীও পাওয়া গেল। ভাইজানেরা সবধান! হুস জ্ঞান করে কথা বলেন।

ফান করলাম। খুব মজা পেয়েছি পড়ে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ! গুণ্ডামির তো কিছুই দেখলেন না- সবে তো শুরু ---হাহহহা!

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

নূর আদনান বলেছেন: প্রিয় গুন্ডী আপুনী কেমন আছেন :P :P । মেজাজ কি ভাল হইছে নাকি........

মনে একটা প্রশ্ন জাগল, "আপনার মেজাজ এমনিতেই ই খারাপ ছিল".....
তো এমন গুন্ডী :P ....না মানে আপনার মেজাজ খারাপ করে দেয়ার সাহস হল কার !!??

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আছে আছে এক পাগলা ভুত আছে- তার কারনেই মেজাজ খারাপ ছিল। এন তারপর বাইকের ধাক্কা-- হু! ভাল- মন্দ মিলিয়ে আছি আর কি!

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

রাহুল বলেছেন: বড় বাচা বাচলেন,ছোকরা ভয় পাইছিলো বলে নয়তো খবর আছিলো।আমি হইলেতো আপনেরে এমন ধমক দিতাম,...আম্মা বলে ভ্যাাাাাাা করে..... :) :D B-)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা!আপনি তো আমাকে এখানেই ধমক দিতে পারলেন না! তাহলে ওখানে দিতেন কিভাবে?

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

ভিটামিন সি বলেছেন: আর যাই হউক গুন্ডা শব্দের স্ত্রীবাচক শব্দ জানা হইল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আমাকে অবশ্য আগে থেকেই একজন গুণ্ডি বলে!

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

সেলিম মোঃ রুম্মান বলেছেন: সাবাস!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

তানজিব বলেছেন: :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

শূন্য পথিক বলেছেন: =p~ =p~ =p~ B-)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

নীল-দর্পণ বলেছেন: গুন্ডী আপুঊঊঊ ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! গুন্ডা ভাইইইইইইইইই!

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

ভোরের রোদ বলেছেন: খাইসে!
আপনি আসলেই একটা মেয়ে গুন্ডি :P
তবে এই গুন্ডামির দরকার আছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই আর হাসাইয়েন না তো -- এই কথাটা মনে পড়লে এম্নিতেই হাসি আসছে! তবে হাঁ ! এরকম করা উচিত! সহমত!

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: ভদ্র মানুষের সাথে ভদ্র আচরণ আর অসভ্যদের সাথে অসভ্য আচরণ করতে হয় ।

কারন আমার বাবা বলেন কুকুরকে গদাম দিতে হলে কুকুর হতে হবে । ভদ্র মানুষ হয়ে পারা যাবেনা।

যদি কুকুর হতে না পার তবে কোন কুকুরকে কখনো গদাম দিতে যেওনা।

আপনার পোস্ট পড়ে বাবার কথাটা মনে পড়লো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! বাবা যেহেতু বলেছেন অবশ্যই শিক্ষণীয় বিষয়! কিন্তু অনেক সময় আমরা কিন্তু পারি না -কুকুরের সাথে কুকুরের মত আচরন করতে!

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

মামুন রশিদ বলেছেন: আপনে গুন্ডি :| :|

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! না আমি গুন্ডি না ভাই- ছোকরাটা বানিয়েছে!

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

ভবঘুরের ঠিকানা বলেছেন: মাইয়া তো না যেন আগুণেরই গোলা !!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আগুনের গোলা নই ভাই! তবে প্রয়োজনে মনে হয় হতে পারবো!

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

নীল-দর্পণ বলেছেন: আমিও কিন্তু আপুই ;) :-P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! দারুন মিস্টেক! সরি আপি!

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: =p~ =p~ =p~

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা!

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: এর আগে একবার ছাতার সুষ্ঠু ব্যবহার করতে পারেন নি বলে আপনাকে অবলা ভেবেছিলাম।
তবে এইবার একটা কাজের কাজ করছেন। হ্যাটস অফ।

আপনি তো দেখি আসলেই গুন্ডী। :-*

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! সবাই তো আমারে গুন্ডি বানিয়ে দিলো -- পরে যদি আপনাদের সাথে গুন্ডামি শুরু করি তখন বকা দেয়া যাবে না কিন্তু!

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

বাধা মানিনা বলেছেন: তবে ব্যাপারটা হচ্ছে গুন্ডী গিরী করতে গিয়ে একটা নিরীহ-অবলা ছেলেকে ইভ টিজিং এর দায়ে গন ধোলাই দিয়ে মৃতপ্রায় করে ফেলার একটা সুযোগ হাতছাড়া করলেন বোধ হয়।

আমার নিজ চোখে এরকম একটা ঘটনা ঘটেছিল উত্তরার আব্দুল্লাহপুর এলাকায়।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নিরীহ অবলা ছেলে ? বুঝলাম না!

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

হাই ্পীড বলেছেন: আপুনি সেইরাম কাজ করছেন ! বজ্জাত টাকে মারা উচিত ছিল।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই তাকে যা বলেছি তাতেই তার ধোলাই হয়ে গেছে আর মারবো কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.