নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ নয় রে!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

## মাত্র এক ঘন্টা থেকে তোকে ফোনে ট্রাই করছি! মাত্র এক ঘণ্টা

হু! বন্ধ ছিল তো ! যখন খোলা থাকে তখন ফোন করিস না আর বন্ধ রাখলেই করিস তাই না?



আজ যদি আমি থাকতাম তোর ওখানে, ফোনটা নিয়া আছাড় মারতাম।



ওকে! আর হবে না! আচ্ছা এক কাজ করতো -তোর ফোনটা নিয়ে একটা আছাড় মার...মনে কর আমারটাই মারছিস কেমন?



শালা শয়তান্নি! তরে ধইরা কিন্তু আছাড় মারুম!



হাহহাহা!





## অ্যাই শোন, ঈদ তো এসে গেল, কি কিনবো তোর জন্য?



আরে লাগবে না!



বল না বাবা! কি? টিশার্ট/ জিন্স/পাঞ্জাবি?



আরে দূর! লাগবে না বললাম না!



বল না, এমন করিস ক্যান?



ওকে শোন, ফ্রিতে মানুষ আলকাতরাও নেয়,সেখানে তো টিশার্ট/ জিন্স/ পাঞ্জাবি!



ওকে! এই নে-- যা ... টিশার্ট/ জিন্স/পাঞ্জাবি -- উইড়া পাগলাটার কাছে যা---!



মশকরা করিস হারামি!



আরে না !কি করবো বল- পাঠাতে তো পারছিনা-তাই এভাবেই দিলাম!



সব পাওনা শোধ করে দিবো রে পাগলা। কবে তুই আসবি?





## আজকে যদি আমি থাকতাম না, তোকে জুতা দিয়ে পিটাতাম।



ইসস! ওকে পিটা! আচ্ছা তোর পায়ে কি জুতা আছে? অর আশে-পাশে?



হু! আছে তো ! কেন রে?



শোন এক কাজ কর- জুতাটা দিয়ে ফোনটাতে মার তাহলে তো আমাকে মারা হবে তাই না?



শালা হারামি! যা ভাগ!নাইলে কিন্তু সত্যি মারুম।



মার না! আমি তো সেটাই চাচ্ছি!



তুই না আস্ত একটা হারামি!





## কি রে রাগ করিস ক্যান ?



না রাগ করবো না তো - তোকে আদর করবো? তাই না?



এমন করিস ক্যান? তুই তো জানিস-ই আমাকে?আমি কেমন আউলা/ বাউন্ডুলে টাইপের ?



হু! জানি তো! তুই আউলা/ বাউন্ডুলে সব-ই ঠিক আছে।কিন্তু তুই আবার জাতে মাতাল তালে ঠিক !



হাহাহহা! পাগলী একটা! এমন করে বলিস নাতো- খুব কষ্ট হয়! ইচ্ছে হয় তোকে ছুঁয়ে দিতে!



হু! দে না! কে মানা করেছে তোকে ?



আর বলিস না এভাবে। অনেক কষ্ট হয় রে!





## অ্যাই শোন চা খাচ্ছি। খাবি?



হু! খাবো । শোন দুটো পাইপ নিয়ে আয়, তারপর দুজনে এককাপ চায়ের মধ্যে দুটো পাইপ দিয়ে মজা করে খাবো কেমন?



হু! আনতেছি দাঁড়া !



অ্যাই না না থাক! আমার কপালে তো সেটাও নেই রে!



এভাবে কেন বলিস?



কি করবো বল? আমি তো পোড়াকপালী রে!



প্লিজ চুপ কর.........!







মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

জান্নাতুল এন পিয়াল বলেছেন: খুব ভাল লাগল। কিন্তু হারামি শব্দটা এতবার কেন? লেখার ঐ চরিত্রটা কি আর কোন গালি/আদরসূচক ডাক জানে না?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই জানে না! কারন হারামি শব্দটাই তার অতি প্রিয়! তাই কথায় কথায় সে এটাই বলে! ধন্যবাদ!

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কথোপকথন!

ভালো, কথোপকথনের মাঝেই গল্প থাকে :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! এভাবেই তো যাপিত জীবনের কাহিনী গুলো গল্পে উঠে আসে! ধন্যবাদ!

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)


এতো রোমান্স কোথা থেকে আসে আপনার?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! রোমান্স! না! এগুলো শুধু ভালোলাগার আর ভালোবাসার আবেশ থেকেই আসে! খুব ছোট্ট ছোট্ট টুকরো কিছু কথা- অথচ দেখুন- কেমন ভালোলাগার আবেশ সেখানে ছড়িয়ে আছে! ধন্যবাদ!

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

শাহজাহান মুনির বলেছেন: দারুণ !!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.