![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিচ্চি কাজিন হাসান! সারাদিন দুষ্টামি করে, পড়াশুনা ঠিক মত করতে চায় না,তবে ওর অন্য প্রতিভা ভালই আছে - ওর দুষ্টামি দেখে আমি একদিন গান করলাম-
"ও হাসানের মা হাসান কেন কথা শুনে না
স্কুলে গিয়ে দুষ্টামি করে ,পড়াশুনা করে না
হাসান কথা শুনে না ,হাসান পড়াশুনা করে না "--
হাসান কে নিয়ে এই গান বলতেই চোখের নিমিশে সে আমার মামনির কাছে দৌড়ে আসে এন মিনিটের মধ্যেই গাইতে শুরু করে-
"ও বয় আপুর মা,বয় আপু কেন কথা শুনে না
আমার চিপস ছিনতাই করে ,আমাকে দেয় না...
বয় আপুকে মিস কল দেয় ,বয় আপু বিরক্ত হয়... "
(অথচ এই গানে যে মিসকল কাহিনী আছে আমি জানতাম না!ঐ ৪ লাইন-ই জানি, পরে এক কাজিনের কাছ থেকে নিয়ে গানটা শুনি )
এরপর হাসান এক একটা গানের লাইন বলছে- আর আমার নাম নিয়ে বানাচ্ছে--
সবাই শুনে হেসে লুটোপুটি ----হাহহা! এত্ত বদমাইশ!এরপর- সে দিয়েছে হুমকি!
what a humki yaar.....!!!
দুষ্টু কাজিন হাসান হুমকি দিয়েছে-
"অ্যাই বয় আপু তুমি এইসব টিচারি- ফিচারি ছেড়ে দাও বুঝলা"? না হলে কিন্তু----!
অপরাধ- আমি তাকে স্কুলে পড়া ঠিকমত করে না বলে বকা দেই,
মাঝে মাঝে আদুরে মাইর দেই,
পড়তে বসতে বলি---এইসব আর কি---!!!!!!
হাহাহাহ!
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
ডাক নামের প্রথম অক্ষর দিয়ে সে এভাবেই আমাদের সকল কাজিনকে ডাকে- আমার বি থেকে বয় আপু, কারো এম থেকে ময় আপু! এ রকম-ই!
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হাঃ হাঃহাঃ ত পেরেছি।তোমার কাজিন এরজন্য শুভ কামনা রইল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
খেয়া ঘাট বলেছেন: জোস।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
স্বপ্ন নীল বলেছেন: আপনার কাজিন আনেক প্রতিভাবান
এখন কার বাচ্চাগুলা এমনই
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু তাই নয়- হাসান ৫ বছরের এই পুচকিটা মিলাদ পড়াতে পারে, হজ এর দোয়া সহ আরও অনেক সূরা এন গজল অদ্ভুদ সুন্দর ভাবে বলতে পারে! কেউ তাকে শিখায়নি, সে তার অষ্টম শ্রেণীতে পড়ুয়া ভাই এর মুখে মুখে শুনে এসব শিখেছে!
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বয় আপু শুনে আমিতো ভাবলাম আপনার গুন্ডী প্রতিভার কারণে এই নাম...
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা!আরে না!
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বয় আপু!!!