![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক মাস আগে কাজিন মৌয়ের বিয়ে হয়। ভালোবাসার বিয়ে (পারিবারিকভাবেই হয়) ! বিয়ের পর-পর-ই ঢাকায় কর্মস্থলে মৌকে নিয়ে চলে যায় হাসান। ভালোবাসার মানুষটির সাথে নতুন পরিবেশে গিয়ে মৌয়ের অনেক সমস্যা হওয়ার কথা। রান্না-বান্না এইটা সেইটা । কিন্তু হাসান এমন-ই একটা ছেলে যে মৌকে সেই পরিবেশে মানিয়ে নিতে সবরকম সাহায্যই করছে , কোন কাজ-ই করতে দেয় না! এমনকি রান্নাটা পর্যন্ত সে করছে! অনেকে শুনেই হয়ত বলতে শুরু করবে- ভেড়া স্বামী ! আর বউ যখন স্বামীর/সংসারের সব কাজ করে তখন বউ হয়ে যায় বুয়া! কিন্তু আমি বলবো -স্বামী/ স্ত্রী দুজনে মিলেঝুলে যদি সব কাজ ভাগাভাগি করে নিয়ে করে তাহলে সংসারে অনেক শান্তি আসে। কারন সংসারটা তো দুজনের-ই !
কিন্তু আফসুস এখনো ও বেশির ভাগ ছেলেই এটা মানতে চায়না বলেই তারা বউ নয় বুয়া খোঁজে আর পাত্র পক্ষরা পাত্রী দেখতে এসে- বউ না খুঁজে একজন চাকরানী খুঁজে! পাত্রী সংসারের কি কি কাজ করতে পারে আগে তার খোঁজ নেয়!
হাসানের মত একখানা পিওর স্বামী ভাগ্যগুণে পাওয়া যায়! তবে আমাদের মৌ ও কম না! হাসানের ভালোবাসাকে আজ পর্যন্ত অমর্যাদা করেনি! সেই হিসেবে ভাগ্যগুণে একখানা বউ ও পেয়েছে হাসান! ( যেটা সে নিজেই স্বীকার করে) !
২ মাস আগে মৌ ঢাকায় থাকাকালীন আমার ৫ কাজিন এন মৌ এর মা সহ ঢাকায় গিয়েছিলাম। কয়েকদিন থেকে নিজ চোখে দেখেছি হাসান এর কাজ- কারবার! সত্যি অবাক করার মত! সে মৌ এর সমস্ত কাজ ভাগাভাগি করে, করে দেয় এন কখনো বেশির ভাগ কাজ-ই সে নিজেই করে এন আমাদেরকেও সে কাজ করতে দেয় নি! প্রতিটা ব্যপারে দুজনের দুজনের প্রতি দায়িত্ববোধ এন কেয়ারের ব্যপারটা অবাক করার মত!
সত্যি ভাগ্যগুনে এমন ভালবাসা মানুষের কপালে জোটে!
মৌ এন হাসানের ভালবাসার বন্ধন এভাবেই অটুট থাকুক সারাজীবন !
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
শূন্য পথিক বলেছেন: তাদের জন্য শুভকামনা
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আর.হক বলেছেন: শুভকামনা রইলো মৌ আর হাসানের জন্য
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
দি সুফি বলেছেন: মৌ এন হাসানের ভালবাসার বন্ধন এভাবেই অটুট থাকুক সারাজীবন !
আমিন।
সবক্ষেত্রে এমনটা সম্ভব হয় না। আমার এক বন্ধুর খালু ভোর ৬টায় অফিসে চলে যায়, রাত ১১-১২টায় বাসায় ফিরে! তার পক্ষে কোনভাবেই হাসানের মত হওয়া সম্ভব নয়। সেও কিন্তু তার পরিবারকে অনেক ভালোবাসে!
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে আমি এখানে শুধু কাজের ব্যাপারটা বুঝাই নি! দুজনের প্রতি দুজনের দায়িত্ববোধ কেয়ার, ভালবাসা, পারস্পরিক সমঝোতা সব-ই বোঝাতে চেয়েছি!
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০
খেয়া ঘাট বলেছেন: সত্যি ভাগ্যগুনে এমন ভালবাসা মানুষের কপালে জোটে!
মৌ এন হাসানের ভালবাসার বন্ধন এভাবেই অটুট থাকুক সারাজীবন !
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ভাই ,ভাগ্যগুণেই এমন ভালবাসা পাওয়া যায়! ধন্যবাদ!
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মৌ এন হাসানের ভালবাসার বন্ধন এভাবেই অটুট থাকুক সারাজীবন !
দোয়া করি, আপনার কপালেও যেন এমন একজন স্বামী জোটে...
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
শাহজাহান মুনির বলেছেন: মৌ এন হাসানের ভালবাসার বন্ধন এভাবেই অটুট থাকুক সারাজীবন !