![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক মাস আগে ফুফাতো ভাইয়ের বিয়ে শেষে, কাজ থাকাতে বরযাত্রীর লোকদের সাথে না ফিরে আমরা একটু আগেই বের হয়েছিলাম! আমি আমার ছোট বোন রিকশার জন্য দাঁড়িয়ে ছিলাম। এমন সময় একটা অচেনা মহিলা এসে আমাদের খোঁজ- খবর নেয়! আমরা কোন পক্ষের লোক ? কেন এত তাড়াতাড়ি চলা যাচ্ছি, এইসব হাবিজাবি! যখন- ই শোনে আমরা ছেলে পক্ষের লোক - মহিলাটা বলা শুরু করে- “ মেয়েটা তো ( মানে ভাইয়ের বউ) খুব টেটিয়ানি ( মানে- টাঊট টাইপের ) ! এরপর সে আরও কিছু বলা শুরু করে- মেয়েটার পরিবার ভাল না, মেয়েটা সংসার করতে পারবে না, এইসব! আমরা তো অবাক!ঐ মুহূর্তে মাথা কাজ করছিলোনা শুধু বললাম- বিয়ে হয়ে গেছে, আর আমরা খোঁজ -খবর নিয়েই বিয়ে দিচ্ছি! শুনে মহিলাটা মুখ কালো করলো ! আরও কিছু বলতে যাচ্ছিলো কিন্তু আমরা শুনতে আগ্রহী না দেখে পাশেই দোকানে গিয়ে দাঁড়ালো ! আমাদের দুবোনের যে কি হল- মাথা কাজ না করাতে কাউকে ডেকেও আনিনি, আনলে হয়তো মহিলাটাকে আচ্ছা মত ধোলাই দেয়া যেত! কাউকে কিছু না বলে তাই বাসায় চলে আসি। পরে যখন সবাইকে বলি- সবাই বলে- এত বড় ভুল করলি কেন? খুব আফসোস হয়!
মানুষ কত শয়তান! কিভাবে এসে একটা মেয়ের জীবন আর একটা মেয়ে নষ্ট করতে চায়! এরকম কাজ ছেলেরাও করে থাকে! আজিব কারবার! এইসব বিয়ে ভাঙ্গানি দেয়া মানুষদের পিঁয়াজের মত করে কুচিকুচি করে কাটা উচিৎ ! সব বদমাইশ!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! মেয়েরাই মেয়েদের শত্রু! কিন্তু এরকম কাজ ছেলেরাও করে থাকে। ধোলাই দেইনি একথা ভেবে- যাতে বিয়ে বাড়িতে কোন গণ্ডগোল না হয়! মেয়েটার কথা ভেবেছি!
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: মানুষ কত শয়তান! কিভাবে এসে একটা মেয়ের জীবন আর একটা মেয়ে নষ্ট করতে চায়! এরকম কাজ ছেলেরাও করে থাকে
ঠিক বলেছেন
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ধন্যবাদ!
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
সরকার আলী বলেছেন: বিয়ে ভাঙ্গানি ছোট্ট একটা ঘটনা বলি শুনুন-
গ্রামের এক লোক ছিল যার কাজই হলো যেকোন মেয়ের বিয়ে ভেঙ্গে দেয়া। কোন কারণে ঐলোক একদিন গ্রামে গড়হাজির থাকাবস্থায় এক মেয়ের বিয়ে ঠিক হয়। পাত্রপক্ষ ফেরৎ যাওয়ার প্রাক্কালে দূর্ভাগ্যবশত রাস্তায় ঐলোকের সাথে দেখা হয়ে যায় এবং কিছু কথা-বার্তার পর বলে মেয়ে তো ভালই কিন্তু তার পোলাপান একটাও বাঁচে না।
আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা অপবাদ দেয়া-পাওয়া হতে রক্ষা করুন (আমিন)।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিন!
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
হেডস্যার বলেছেন:
এরা মানুষ না...
গ্রামে এরকম অনেক অনেক লোক দেখছি।
বিয়ের ব্যাপারে এলাকায় কেউ পাত্র/পাত্রীর খোঁজ খবর নিতে আসছে !
ব্যাস সাহায্য তো করলোই না উল্টা কিছু বদনাম করে দিল।
বিয়ের আগেই সব শেষ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু গ্রামে না ভাই- এই শহরেও হয়! আমি দেখেছি!
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
মদন বলেছেন: হালকার উপর ঝাপসা মারধোর বরাদ্দ রাখা উচিত ছিলো...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মেয়েটার কথা ভেবেছি! আর বিয়ে বাড়িতে যাতে গণ্ডগোল না হয় সেটাও ভেবেছি!
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
CatchFly বলেছেন: ঠাডাইয়া দুইটা চটকানা দিতেন বুবু। এদের চটকানা খুব প্রয়োজন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি দরকার ছিল- চটকানির! কিন্তু মেয়েটার কথা ভেবে এন মাথা ঠিক মত কাজ না করায় কিছু বলিনি!
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০
এম আর ইকবাল বলেছেন: এরাও কিন্তু সমাজ সেবক !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি!
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
নীলতিমি বলেছেন:
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০
রসায়ন বলেছেন: "মেয়েরাই মেয়েদের ক্ষতি বেশী করে ! " আবারো প্রমাণিত
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়তোবা ঠিক!
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
শূন্য পথিক বলেছেন: কিছু মানুষ থাকেই এমন
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আর তাদের কারনে অন্যরা ভুগে!
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চাইলে কিন্তু আপনিই একটু ডলা দিয়ে দিয়ে পারতেন...
আপনার সে সামর্থ্য আছে বলেই আমার বিশ্বাস...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু পারতাম! কিন্তু ঐ যে ঐ মুহূর্তে মেয়েটার কথা ভেবেছি এন কোন গণ্ডগোল চাইনি!
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাংলা ভাষায় আপনি একটি শব্দ যুক্ত করেছেন ! "এন" !!
অভিনন্দন !
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা!সরি!
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
অহন_৮০ বলেছেন: এরা মানুষ না...
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এদেরকে কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না!
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩
ডরোথী সুমী বলেছেন: হুম! মেয়েরাই মেয়েদের শত্রু। ধোলাই দিলেই ভাল হোতো।