নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সত্যি -এই অকৃত্রিম ভালবাসার তুলনা হয় না!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

স্কুল এ ক্লাস এ গিয়ে দেখি- আমার চেয়ারটা ফুল দিয়ে ভরপুর এন ফ্যান এর উপরেও ফুল দিয়ে রাখা! আমি যাওয়া মাত্রই বাচ্চাগুলো একসাথে বলে উঠে - ম্যাডাম ফ্যানের কাছে চেয়ার আছে এখানে এসে বসেন। আমরা ফ্যান ছাড়বো -- ফুলগুলো সব আপনার উপর পড়বে-! চোখটা ভিজে উঠলো ওদের ভালোবাসায় ---! কিন্তু ফুলের রেণুতে অ্যালার্জি থাকার কারনে আমি ঠিক ফ্যানের নিচে বসতে পারলাম না। ওদের বললাম- তোমরা বসো আমি ফ্যান অন করি-তারপর ফ্যানের সুইচ অন করলাম , ফ্যানের বাতাসের সাথে- ফুলের পাপড়ি সবার উপর পড়তে লাগলো আর আমি- দাঁড়িয়ে দেখলাম-বাচ্চা গুলোর আনন্দ ---! তারপর অদের বললাম, ঠিক আছে এরপর দিন আমি মাথায় ওড়না দিয়ে নিজেকে ঢেকে রেখে ফ্যানের নিচে দাঁড়াবো কেমন! ওরা খুশি হল!

আবার যখন বিদ্যুৎ থাকে না, তখন ক্লাসে থাকা পাখা নিয়ে কেউ কেউ বাতাস করতে আসে, নিষেধ করলেও করে! মাঝে মাঝে ওরা যখন টিফিনে এটা- সেটা খায়, তখন আমড়া মাখানো , আচার, চকলেট এনে বলে ম্যাডাম খান! আর ফুল তো প্রায় প্রতিদিন-ই আনে!

সত্যি -এই অকৃত্রিম ভালবাসার তুলনা হয় না! তখন মাঝে মাঝে ভাবি- আহারে! এই বাচ্চাগুলাই ক্লাসে দুষ্টামি করলে বকা দেই!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বড় সৌভাগ্য আপনার, এদের ঠিক মত গড়ে তুলুন, চেষ্টা করবেন ইসলামী মূল্যবোধ এদের মাঝে ঢুকিয়ে দিতে... যাতে ওরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়... :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই! চেষ্টা করছি ওদের মানবিক মূল্যবোধ ও ইসলামিক মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে!

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

শূন্য পথিক বলেছেন: এমন পোষ্ট গুলো পড়লে মন ভালো হয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: মন ভালো করা এবং ভাল লাগার পোষ্ট..................

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

অদ্ভুত_আমি বলেছেন: আপনি আসলেই অনেক ভাগ্যবতী :)

Celebration এর কারণ তো উল্লেখ করলেন না ম্যাম :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাগ্যবতী কি না জানি না ভাই!তবে আগের স্কুল গুলোতেও এ রকম বহু আনন্দের ভালবাসার ঘটনা ঘটেছিলো ! কোন কারন নেই স্যার ! এমনিতেই ওরা এই কাজ করেছিলো !

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

এক্সপেরিয়া বলেছেন: এরকম লিখাগুলো মন ছুয়ে যায়....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.