![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন থেকে এই বৃষ্টি এই রোদ --মাঝে মাঝে বৃষ্টি হলে বেশ ভাল লাগে! কিন্তু বৃষ্টি থামলেই চান্দি ফাটানো যে রোদটা ওঠে তখন অবস্থা কাহিল! বৃষ্টির কারনে কাহিনীর শেষ নেই! স্কুল এ ক্লাস নিচ্ছি -শুরু হলো বৃষ্টি যদিও কাল রাত থেকেই ছিলো , হঠাৎ ফোন বেজে উঠলো -দেখি, বাপি করেছে! বললাম -বাপি তুমি? বাপজান তখন বললো - আমার বৃষ্টিবিলাসী মেয়েটা কি ক্লাস নিচ্ছে না কি বারান্দায় দাঁড়িয়ে আছে? আমি বললাম -দূর বাপি কি যে বলো না, ক্লাস নিচ্ছি! এরপর বাপজান বলে- সত্যি ক্লাস নিচ্ছিস না কি পিচ্চিদের লিখতে দিয়ে জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানি নিয়ে খেলছিস? কিংবা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার চিন্তা করছিস? কি যন্ত্রণা ? অবশ্য আমি দু একবার জানালার কাছে আর মাঝে মাঝে বারান্দায় গিয়ে বৃষ্টি দেখেছি, ছুঁতে গিয়ে ছুইনি ! বৃষ্টি থেকে ১০ হাত দূরে আছি তবুও বাপজানের ভয়- তার অসুস্থ মেয়েটা বুঝি স্কুল-এ গিয়ে অনিয়ম করছে! আর মামনি ঢাকা থেকে কয়েকবার ফোন করেছে সকালেই বাসাতে, যেন বৃষ্টিতে না ভিজি ! কারন বৃষ্টি হলেই - কথা নেই, আমি ছুটে ছাদে!
এই হলো বাবা-মা! যারা ছেলে-মেয়েদের দিকে কত ভাবে খেয়াল রাখে, কত কিছু চিন্তা করে!
আর আমরা- একটুতেই এই বাবা-মার সাথেই ক্যা -ক্যু করে চিল্লা-চিল্লি করি!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! কিন্তু তার আগেও কিছু ভালবাসা আমরা এভাবেই অনুভব করি!
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: স্বপনচারিণী বলেছেন: মা-বাবার এই ভালবাসা সন্তানেরা তখনই অনুভব করতে পারে যখন সে নিজে মা- বাবা হয়। তার আগে নয়।
১০০% সত্য কথা !
আপনি কি ঢাকার বাইরে কোন সরকারি চাকরিতে আছেন??
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই আমি একটা স্কুলে চাকরি করি দিনাজপুরে!আর মামনি কাজে ঢাকায় গেছে!
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ! তাহলেতো আপনার বদৌলতে দিনাজপুরের লিচু খাওয়া যাবে !!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! দিনাজপুরে আসতে হবে তারপর খাওয়াবো , তবে দুস্ক এক জায়গায় যে লিচুর জন্য আমি পাগল সেই লিচু গাছ আমাদের নেই!
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দিনাজপুরে যেতে পারব না, আপনি কুরিয়ার করে ইরানে পাঠিয়ে দিবেন, আমি ইরানে থাকি...
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! চেষ্টা করবো ।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
স্বপনচারিণী বলেছেন: মা-বাবার এই ভালবাসা সন্তানেরা তখনই অনুভব করতে পারে যখন সে নিজে মা- বাবা হয়। তার আগে নয়।