![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাললাগার সেই অনুভূতিগুলোকে
এভাবে মেরে ফেলিস না রে ...
যেভাবে আমাকে মেরে ফেলেছিস!
সুখময় সেই স্মৃতিগুলোকে
এভাবে ভুলে যাস না...
যেভাবে আমাকে ভুলে গিয়েছিস!
শোন, আজ তোকে বলছি চুপিচুপি
নিত্য দিন কষ্ট চেপে সুখী মানুষ সাজি !
সুখী আমি নই রে পাগল……
তোর -ই কথা ভাবি ...
আগের মতই তোকে আমি এত্ত ভালবাসি !
০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! বাসি! এতসব কিছুর ভিড়েও তাকে ভালবাসতে ভুলে যাই না!
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪
শাহজাহান মুনির বলেছেন: আগের মতই তোকে আমি এত্ত ভালবাসি !
দারুণ ।