![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র চুল স্পাইক করে এসেছে,
পাড়ার কোন ছোকড়ারা না কি করে দিয়েছে!
ওকে প্রথমে বুঝিয়ে বলা হলো যেন এরকম কখনোই না করে, তারপর একটু শাসনের জন্য বলা হলো - চুলের যে জায়গা তুমি স্পাইক করছো কাঁচি এনে অই চুলগুলো কেটে দিবো। ওমা ! ব্যাস আর যাই কই- ? এইবার পিচ্চিগুলো বলে ম্যাডাম -এর মত করে কাটছে , ম্যাডাম ওর মত করে কাটছে (কার কার সব নাম বলে) !
এরপর এক একজনে বলতে শুরু করলো, ম্যাডাম বাসা থেকে একটা কাপড় আনবেন ওর গলায় বেঁধে দেয়ার জন্য যাতে চুল ওর গায়ে পড়ে না চুলকায় ! কেউ বলে ম্যাডাম চিরুনি আনবেন, চিরুনি দিয়ে চুলগুলো ধরবেন আর কাঁচি দিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটবেন! কেউ বলছে একটু পানি লাগবে চুলগুলো ভেজানোর জন্য! সে কি মজা ওদের !
আমি বললাম- তোমরা কি আমাকে নাপিত পাইছো ?
বলতেই ক্লাসে হাসির রোল পড়ে যায়...।!
বলে ম্যডাম- কেটে দিন না ওর চুল!
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি!
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮
শিস্তালি বলেছেন: kon school?
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি দিনাজপুরে একটা স্কুলে আছি।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বহুত মজায় আছেন...
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই! মাঝে মাঝে বেশ মজাই হয়!
৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩
শূন্য পথিক বলেছেন: হাহাহা... পাকনা পিচ্চি সব
৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩
শূন্য পথিক বলেছেন: হাহাহা... পাকনা পিচ্চি সব
০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!পাকনা মানে, বহুত পাকনা......হাহহা!
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
মদন বলেছেন:
৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪
সরকার আলী বলেছেন: না জানি কবে পোলাপান আবার ম্যাডামের চুল কেটে দেয় এভাবে-
৮| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হা হা হা ............ দারুন মজা পাইলাম!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬
আমাবর্ষার চাঁদ বলেছেন: হাহাহাহাহা...........