![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সময় মিস করি তোর পাগলামি
তোর আবেগী মুঠোবার্তা
ফোনে খুনসুটি আর বকা-ঝকা
কত্ত কত্ত অনুভূতির স্তূপ ...
আর সেই স্তূপের সবটুকুই যেন তুই তুই অনুভূতি
ক্ষণস্থায়ী এই অনুভূতিগুলো ছোঁয়া যায় না
শুধু অনুভব করা যায় কিন্তু জানিস
সেই অনুভূতি গুলোই মনকে ছুঁয়ে যায়
আমি তোকে স্পর্শ করতে পারি না
কিন্তু সেই অনুভূতি গুলি দিয়ে তুই আমাকে
স্পর্শ করে সচকিত করে যাস
আমি বসি তোর পাশে, হাতে হাত রাখি
গোধূলির আলোতে, নিরিবিলি সন্ধাতে
রাতের আঁধারে --তারপর-ই তুই
হুট করে হারিয়ে যাস
তারপর সারাদিনে কত শত মানুষের ভিড়ে
আমি তোকে খুঁজে যাই
কিন্তু পাই না- জানি তুই এমন-ই
যখন তোর দরকার পরে তখন-ই
তুই শুধু দেখা দিস আর তারপর-ই
আমাকে একাকি করে নিজেকে আড়াল
করে নিস সুকৌশলে ...।।
পাগলামিতে তুই আমাকেও হারিয়ে দিয়ে যাস...
কিন্তু ভালবাসাতে আমাকে হারাতে পারবি না রে !
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! করেছি!
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১২
শাহজাহান মুনির বলেছেন: পাগলামিতে তুই আমাকেও হারিয়ে দিয়ে যাস...
কিন্তু ভালবাসাতে আমাকে হারাতে পারবি না রে !
অনেক সুন্দর ।
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫
ইষ্টিকুটুম বলেছেন: ভালো লাগলো।
১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০
ইষ্টিকুটুম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ও ঈদ শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: পাগলামিতে তুই আমকেও>আমাকেও হারিয়ে দিয়ে যাস...
কিন্তু ভালবাসাতে আমাকে হারাতে পারবি না রে !
সুন্দর । টাইপো আছে ঠিক করার অনুরোধ থাকলো।