নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জীবনে যখন তোর প্রয়োজন ছিলো সবচেয়ে বেশি --!

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

মাঝে মাঝে মন খারাপ হলে- চুপচাপ বসে থেকে শুধু তোকে দেখি-

অনুভব করি সেই তোকে ---!

কখনো কখনো গভীর রাতে জানালার পাশে বসে অন্ধকারে আকাশ দেখি-

বিষণ্ণ এই আমি কি খুঁজি ঐ বিশাল আকাশের মাঝে নিজেও জানি না!

যে সুখময় ক্ষণগুলো নিয়ে তখন মনের মাঝে চলে টানাপোড়েন -

তা এক সময় নীল নীল বৃষ্টি হয়ে ঝরে পড়ে -

সেই বৃষ্টিতে আমি তোকে ভিজতে দেখিনা-!

পাইনা সেই তোকে পাশে তখন- !

যার আলতো ছোঁয়াতে সেই বৃষ্টি থেমে যেতে পারতো --

তবুও কি এক আশায় কিংবা ভালোবাসার নেশায়-

তোর কাছে যাওয়ার জন্য এই আমার অনুভূতিগুলো ঠিক ঠিক আগের মতই থেকে যায়,

আমি বুঝতে পারি ভেতরে এক আলোড়ন চলছে-! তুই কি সেটা টের পাস?-

মনে পড়ে, কিভাবে এই তুই-আমি কত খুনসুটির মাঝে ভালবাসাবাসি খেলতাম--!

অথচ- জীবনে যখন তোর প্রয়োজন ছিলো সবচেয়ে বেশি-

ঠিক তখন-ই তুই চলে গিয়েছিস - গুটিয়ে নিয়েছিস নিজেকে-!

পিছু ডাকার কোন মানে নেই তাই পিছু ডাকিনি --!

সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেলো ... আচ্ছা, আমার বুকের ভেতর যে রক্তক্ষরণ চলছে তা কি তুই টের পাস ? তুই কি শুনতে পাচ্ছিস-আমার বুকের ভেতর থেকে বের হওয়া চাপা কান্নার আওয়াজ --? তুই কি অনুভব করতে পারছিস আমার কষ্টকে যেটা আমি একাকী বহন করছি? পারছিস কি শুনতে আমার বুকের ভেতরের হাহাকার---? না কি তুই হারিয়ে গেছিস চিরতরে-? এই অসহ্য যন্ত্রণাময় সময়গুলোতে আমি যখন তোকে ভাবছি- তুই তখন নিজেকে আড়াল করে নিয়েছিস---- !

সময়ের প্রয়োজনে মানুষ কি এতোটাই বদলে যায় ---রে ?

স্বপ্ন আর ভালবাসায় অসম্ভব বলে কিছু নেই।--কিন্তু তারপর ও সবকিছু কেমন ওলটপালট করে দিলি --! আমার চলার পথটাকে বিষণ্ণতায় ঢেকে দিয়ে কি সুখ তুই পেলি আমি জানি না- জানতেও চাই না-!

যাচ্ছে জীবন যাবে চলে-! তাতে তোর কি যায় আসে --!

দূরে যাবি বলে যে তুই কাছে এসেছিলি সেই তোকে স্বার্থপর তকমা দিয়ে আমার দিন কাটে না- অপেক্ষার প্রহরের সাথে মিতালী করে-তোকে বিহীন দিন গুলি এভাবেই কেটে যাচ্ছে- এভাবেই কেটে যাবে তাতে তোর কি যায় আসে......।?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

পেন্সিল স্কেচ বলেছেন: ভাল লাগলো (Y)

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: মন খারাপের সুন্দর কাব্য!!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপু! মন খারাপের কাব্য কিংবা বলা যেতে পারে কষ্ট কষ্ট সুখ.........!

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

সেলিম আনোয়ার বলেছেন: অপেক্ষার প্রহরের সাথে মিতালী করে-তোকে বিহীন দিন গুলি এভাবেই কেটে যাচ্ছে- এভাবেই কেটে যাবে তাতে তোর কি যায় আসে......।?

এভাবেই দিন কাটছে আমার।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই......?

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৯

শাহজাহান মুনির বলেছেন: মনে পড়ে, কিভাবে এই তুই-আমি কত খুনসুটির মাঝে ভালবাসাবাসি খেলতাম--!


মন খারাপের কাব্যে ভালোলাগা ।

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.