![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকেই শুরু হয়ে গেছে আমার বকবকিয়া চাচার গরু কাহিনী ...! প্রথম দিনেই “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়” এর মত করেই তিনি গরুর হাট থেকে ঘুরে এসে ডায়লগ ছাড়লেন -“গরু গরুময়”! যতক্ষন পর্যন্ত না গরু কেনা হচ্ছে ততখন পর্যন্ত চলবে এই গরু কাহিনী! আমরা অপেক্ষায় থাকি কখন তার পকেটমারিং হবে, কখন তিনি গরুর গুতা খাবেন আর গরুর হাটে গিয়ে এই সেই কাহিনী করে এসে চিল্লাইতে থাকবেন! আর রোজ রোজ আমার বাপির কাছে বকা শুনবেন! গরু যতই ভাল হোক না কেন, গরুর জন্য প্রথমে সবাই তাকে বকবে তারপর তিনি ভয়ে চুপ-চাপ থেকে নিজের কাজ করবেন! এরপর গরু কেনা শেষ হলে,পাড়ার কেউ যত দামেই গরু কিনুক না কেন, যত ভাল তাদের গরু হোক না কেন- তার কাছে আমাদের গরুই হবে সেরা! এই নিয়েও কাহিনী হবে! এরপর কোরবানি তারপর মাংস কাটা,বিতরন সব কিছুর জন্য তিনি বকা শুনবেন অথচ ৯০% কাজ তিনি করেন বাকিরা ১০%। সব মিলিয়ে এমন কোন বার নেই যেবার তিনি এই গরু নিয়ে বকা শুনেন না বা কাহিনী করেন না! সব শেষে কাহিনীর সমাপ্ত হয়- বিকেল বেলা আমি কোপ্তা, টিকিয়া বানিয়ে যখন সবাইকে খেতে দিবো তখন উনি বলবেন- দূর! এইগুলা কিছুই হয় নাই! বলেই- শুরু করবেন, লবন হয় নাই,ঝাল নাই, ফেসফেসিয়া ! তারপর নিজে বানাতে যাবেন আর বলবেন- এই দেখ আমি এখন কোপ্তা/ টিকিয়া বানাবো -- খেয়ে দেখিস কেমন হয়!
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
ইখতামিন বলেছেন:
ভালো লাগলো