![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসতে জানে না
এমন মানুষের জন্যই
আমরা থরে থরে ভালোবাসা
সাজিয়ে রাখি ......!
মন নিয়ে যারা খেলা করে
তাদের জন্যই আমরা
অনুভুতির স্তূপ গড়ে তুলি ।।
অবিশ্বাসের বেড়াজালে যারা আবদ্ধ করে
তাদের জন্যই আমরা
কত না বিশ্বাসের মালা গাঁথি...
আর এমন কাউকে ভালোবাসি
যে একদিন কেড়ে নেয় মুখের হাসি ...... !
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
২| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫
ঘুমন্ত আমি বলেছেন: প্লাস এবং কথা সত্যি আমরা আমাদের সব আবেগ তাদেরকেই দেই যারা আমাদের আবেগকে কোন মুল্য দেয় না !
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আর এভাবেই কষ্ট পেতে থাকি!
৩| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮
মাহতাব সমুদ্র বলেছেন: কবিতায় অভিযোগ। তবুও তুলে রেখো ভালোবাস।।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!রেখেছি!
৪| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, কথা সত্য।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!
৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫১
শাহরিয়ার নীল বলেছেন: তবুও ভালোবাসতে হয়,
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! তবুও ভালোবাসতে হয়,
৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৬
সর্বহাটের কাটালিকলা বলেছেন: ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে।
ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে।
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু জানি! কিন্তু থাকে না- অনেকেই থাকে না-- চলে যায় এই মায়ার বাঁধন ছেড়ে ...।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২
রায়হান চৌঃ বলেছেন: হুমমমম...
ভালো লিখেছেন.....
মেয়ে মানুষের স্বভাব টা তুলে ধরার জন্য ধন্যবাদ...
অনেক দিন আগে কোথায় যেন পড়েছিলাম
" সত্যি কারের ভালোবাসে যারা, তারা নাকি সারা জীবন ই ঘুরে বেডায়, আর লম্পট দের নাকি মেয়ের অভাব হয় ন.... "
তবুও বলতে ইচ্ছে হয়, প্রচন্ড ভাবে বিশ্বাস করি ভালোবাসায়, সব কিছু ছেড়ে দিতে পারবো কিন্তু ভালোবাসা আর বিশ্বাস যদি হারিয়ে ফেলি তবে যেন আমার নির্মম মৃত্যু হয়।
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মেয়ে মানুষের স্বভাব ব্যপারটা বুঝি নি। নিচের কথাগুলো ভাল লাগলো কিন্তু মৃত্যু নয়...!
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩
নেক্সাস বলেছেন: বাহ অভিমানের কবিতা। কবিতায় ভাল লাগা