![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবেসে তোকে চেয়েছিলাম আমার পাশে
কতটা তা কি তুই বুঝতে পারিস ...?
ইচ্ছে হতো ওড়না দিয়ে কিংবা শাড়ির আঁচলে বেঁধে জড়িয়ে রাখি আমার বুকের সাথে, যাতে তুই পালাতে না পারিস---!
রাখিনি বলেই কি তুই পালিয়ে গেছিস? কিন্তু তুই তো আমার বুকের ভেতরে আছিস ...
পালিয়ে গেলেও তো সেথায় দিব্বি বেঁচে আছিস...!
ইচ্ছে হতো জ্যোৎস্না রাতে খোলা আকাশের নীচে ছাদে বসে তোর খুব কাছে যেতে ...
যাতে করে তোর বুকে মুখ গুজে একটু সুখের কান্না কাঁদতে পারি...
থমকে থমকে কেঁপে ওঠা এইআমার পিঠে আলতো করে হাত বুলিয়ে যাতে তুই বকতে পারিস...!
তোর অত কাছে গিয়ে কিভাবে আমার হৃদস্পন্দন থেমে যায় তুই দেখতে পারিস... !
কিন্তু তুই কি করলি রে...? দুম করেই লাপাত্তা হয়ে গেলি -- !
কিভাবে এখন এই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তা তুই টের পাচ্ছিস না... বোঝারও চেষ্টা করিস না...!
প্রতিদিন তোকে ভালোবাসার কথা বলি পাগলা, প্রতিদিন তোকে লিখি কিন্তু সব-ই ফিরে আসে আমার কাছে আবার,
তুই দেখিস না কিংবা তোর কাছে যায়না...!
তুই কি জানিস পাগলা, তোকে কতটা ভালোবাসি ...? জানিস না!
তবে শোন, যতটা ভালবাসলে নিজেকে ভুলা যাওয়া যায়,
যতটা ভালবাসলে সব ভুলে শুধু তোকেই মনে রাখা যায় ঠিক ততটা ভালোবাসি রে...!
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: করার কিছু নেই!
২| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯
মায়াবী ছায়া বলেছেন: যতটা ভালবাসলে সব ভুলে শুধু তোকেই মনে রাখা যায় ঠিক ততটা ভালোবাসি রে...!
বাহ্ .... খুব সুন্দর ।।
ভাল থাকুন আপু ।।
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! আপনিও ভাল থাকুন!
৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
ভিটামিন সি বলেছেন: আপুনি, এই পাগলা কি এখন শাহবাগে ট্রাফিক কন্টোল করে? তাইলে তো সিট খালি? আমি আইয়া পড়ি????
মজা করলাম। পাগলাকে নিয়ে আপনার অভিব্যাক্তি খুব মচৎকার হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! আইসা পরেন ভাইজান-- ভাইজান ডাকুম নে-- !আমিও মজা করলাম!
৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইস ! এ দেখি পুরাই দিওয়ানি !!!
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ভালোবাসা তো এমন-ই হওয়া উচিৎ ভাইয়া!
৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ভিটামিন সি, আপনারে কিন্তু প্যাঁচে ফালাইতেছে আপনিও বইলা দেন ডাকলে ভাই ডাক আর নাইলে জান ডাক। দুইটা একবারে ডাকবা কেন?
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! ভাই ভাই ভাই
৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আপনি হতাশ হবেন না ভিটামিন সি! মেয়েদের কিন্তু মুখে এক অন্তরে আরেক ...
৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ইপ্সিতা ঘাবড়ানোর কিছু নেই। ৬ নং কমেন্ট টা আমিও মজা করার জন্য করেছি।
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই ঘাবড়ে যাইনি তো!আমিও জানি আপনি মজা করেই বলেছেন-!
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: