![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাপি এই কথাটা রুপক অর্থে বলে...! কিন্তু আসলেই কৈ এর তেলে কৈ ভাঁজা যায় কি না জানি না---! এমনিতেই কোরবানী ঈদ এ সবাই কিপটামি করে সালামি কম দেয়।।আবার অনেকে তো দেই- ই না।। তারপর আমার আছে এত্ত এত্ত কাজিন! আমি সবার বড় হওয়াতে এই বদমাশগুলা আমার থেকে সালামি না নিয়ে যাবেই না-- ! কি আর করবো? আমিও প্রতিবার নিজে যা সালামি পাই তাই ওদের দিয়ে দেই--! কথাটা ঠিক বাপির ওই কথার মত- “কৈ এর তেলে কৈ ভাঁজা” --! এরপর ও বদমাশগুলা বলবে- আমি কিপটা! আর আমার সব সালামি নিয়ে নেয়ার ফলে আমি ফকির হয়ে যাই--! মানে তখন নিজেরে ফকির ফকির লাগে...! এরপর বাপি সব সময় কাজিনগুলাকে উস্কে দিয়ে বলবে- তোদের বিগ বি র(ওরা মাঝে মাঝে আমাকে বলে) অনেক টাকা, ওর কাছ থেকে এইটা নে- ঐটা নে-- ! কেমন লাগে!?! কি আর করবো- তখন বাপির সাথে ঝগড়া করি!
যাক- বরাবরের মত এবারেও আমার সালামি দিয়ে ওদের সালামি দিয়েছি--!
কিন্তু তারপর ও ওদের মন ভরেনি-!
বলে- বেড়াতে গেলে সব টাকা তুমি খরচ করবা।। এই বলে কাল সবাই মিলে বেড়াতে গিয়ে আবারো আমাকে এক দফা ফকির বানিয়ে দিয়েছে!
১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই হাসছেন-------?!?
২| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি কাঁদতেও পারি নাই---!
৩| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ২ টাকার কিছু নতুন নোট জোগাড় করবেন আর ২ টাকা করে সেলামি দিবেন...
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআ! ঈদ এর আগেই ২/৫/১০/ এভাবে সব নতুন নোট আনা হয় ব্যাংক থেকে- আর ঐ বদমাশরা নিবে ২ টাকা!?! সবচেয়ে পিচ্চিটাও নেয় না---!
৪| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
বশর সিদ্দিকী বলেছেন: ২ টাকার নোটের আইডিয়াটা কন্তিু খারাপ না।
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আপনার জন্য প্রযোজ্য !
৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫
বশর সিদ্দিকী বলেছেন: আমি ঈদের দিন নামাজ পইরা আর বাসায় ফেরত যাই নাই। গরু কাটতে বইসা গেছি। তার পর বিকালে বাসায় গিয়া গোসল কইরা লুকাইয়া বাহির হইয়া রাইতর ১২ টার পর বাসায় গেছি। সালামি জ্বালাতন থেকে মুক্তি।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৯
সূর্য হাসান বলেছেন: