নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এ ভিত্তি আমার ...!

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

তুই কি ভেবেছিলি আমাকে হাজারো কষ্ট দিয়ে

আমার ভালোবাসাকে মেরে ফেলে

আমাকে ঘৃণা করতে শিখাবি ...।

না কি ভেবেছিলি ভালোবাসার ফাঁদে পা দিয়ে

যে ভুলটা আমি করেছিলাম...

তোর আঁকা ঘৃণার ছকে পা দিয়ে

আবার আর একটা ভুল করে বসবো ......?

আমার ভালোবাসার ভিত্তি তো

এত নড়বড়ে নয় রে...।

যে -তুই চাইলেই সেটাকে

শিকর সহ উপড়ে ফেলে দিতে পারবি...।

এ ভিত্তি আমার ...

চাইলেই কেউ সেটাকে উপড়ে

ফেলে দিতে পারে না...।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯

ইকরাম উল হক বলেছেন: বাপরে!! কি ভয়ংকর কবিতা ।


আমার ভালোবাসার ভিত্তি তো
এত নড়বড়ে নয় রে...।


দারুন

১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!এটাই সত্যি! ধন্যবাদ!

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: "না কি ভেবেছিলি ভালোবাসার ফাঁদে পা দিয়ে
যে ভুলটা আমি করেছিলাম...
তোর আঁকা ঘৃণার ছকে পা দিয়ে
আবার আর একটা ভুল করে বসবো ......?"
দুর্ভাগ্য আপনার পাগলার!!! এরকম ভালবাসা যে জন্ম জন্মান্তরে কদাচিৎ পাওয়া যায়... ধন্য আপনার ভালবাসা!!!

১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাই আমি ভালোবেসে মহান হতে চাই না--- ! আমি শুধু ভালোবেসে যেতে যাই--!

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
চারদিকে এত ঝগড়াঝাঁটি কেন? যেখানেই যাই খালি ধমক ভরা লেখা। আর ভাললাগে না!

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধমক ভরা লেখা......।। ধমক দেইনি তো ভাই-- !

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

অস্পিসাস প্রেইস বলেছেন:

আই মিন উচ্চস্বরে তুই তোকারি অনেক সময় ঝগড়া ঝাঁটি মনে হয় আরকি :|

আপনার প্রেমের শিকড় ডাব গাছের শিকড়কেও হার মানায়। আপনার প্রেমের জোর দেখে ফেভিকলও লজ্জা পায় :!> :#>

আপনাকে দিয়ে কেন যে বড় বড় ইমারতের ভিত্তি প্রস্তর স্থাপন করানো হয়না! কেউ তাহলে ঝাকি দিয়েও ধসাতে পারতনা!! আফসোস!!! :D

জোকস এপারট, একটু মজা করলাম, ডোন্ট মাইন্ড :P । আসলে নস্টালজিক হয়ে গিয়েছিলাম। কবিতাটা ভালো লেগেছে, +++++

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে পাগলাটাই তুই- তোকারী শিখিয়েছে- তা না হলে রেগে গেলেই তুই-তোকারী করতাম আমি কিন্তু শেষ পর্যন্ত এটাই এখন কথা বলার ভাষা হয়েছে, আর রেগে গেলে আপনি আপনি করি। জোকস ভালোই করেছেন। ধন্যবাদ! ভালোবাসা তো এমন-ই হওয়া উচিৎ - তাই না? আমার ভিত্তিকে কেউ এসে উপড়ে ফেলবে তা হতেই পারে না যতক্ষন না আমি চাইবো --ততখন পর্যন্ত কেউ পারবে না।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.