![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষণ্ণ সন্ধায় একাকি বসে আমি যখন
ভেঙ্গে যাওয়া স্বপ্নের টুকরোগুলোকে নিয়ে
জোড়া লাগানোর বৃথা চেষ্টা করতে করতে
ক্লান্ত হয়ে যাই তখন তুই হয়তো
নতুন কোন স্বপ্নে বিভোর হয়ে
উল্লাসে মেতে উঠিস......!
অথচ এক সাথে দেখা স্বপ্নগুলোকে
আগলে আমি বসে থাকি ...
যদি তোর সময় হয় কিংবা ফিরে আসিস
সেই স্বপ্নের নীড়ে -এই ভাবনায় ডুবে থাকি...।।
এক সময় সন্ধার গোধূলি থেকে
রাতের আঁধার বাড়তে থাকে ...।।
আমি ঠায় বসে থাকি তোর-ই অপেক্ষায়
আর তুই তখন জমিয়ে আড্ডা দিস
অন্য কারো ঠিকানায় ...।
দুচোখের পাতা এক হয় না...রে!
দেখি রাতের আঁধার শেষে
রোদেলা সকালের আগমন......
কর্মব্যস্ত জীবনেও তখন বসে না মন!
নিজেকে আড়াল করে দুচোখের পাতায়
জমে উঠে ফোঁটা ফোঁটা জলকণা......
আনমনে ভাবি তুই কি সত্যি-ই ভুলোমনা?
শোন রে পাগল, বৃষ্টি ভেজা সেই রাতের মতই
একদিন তুই আমি এই জমানো জলকণায় ভিজবো
ভুলোমনা তোকে সেদিন ভালোবাসা কি সেটাই বোঝাবো ...।
হয়তো উত্তাল স্রোতে ভেসে ভেসে ডুব দিয়েছিস অন্য কারো চোখে
জানি একদিন বুঝতে পারবি-আছি আমি কতটা কষ্টে ...
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
২| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
জুন বলেছেন: আমি ঠায় বসে থাকি তোর-ই অপেক্ষায়
আর তুই তখন জমিয়ে আড্ডা দিস
অন্য কারো ঠিকানায় ...।
এই লাইন কটায় মনটা আদ্র হয়ে আসলো ঈপ্সিতা চৌধুরী
+
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩
সপন সআথই বলেছেন: sundor lekha
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৪| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০
অস্পিসাস প্রেইস বলেছেন:
"শোন রে পাগল, বৃষ্টি ভেজা সেই রাতের মতই
একদিন তুই আমি এই জমানো জলকণায় ভিজবো
ভুলোমনা তোকে সেদিন ভালোবাসা কি সেটাই বোঝাবো ...।" ভালবাসার প্রতি প্যাশন ভালো লাগলো
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
নিরুদ্দেশ বলেছেন: বেশ লাগলো কবিতা।