![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোকে নতুন করে ভালোবাসার কিছু নেই
যতটুকু ভালবেসেছিলাম নানা তিক্ত অভিজ্ঞতা
আর তোর কিছুদিন পর পর দেয়া হুমকিতেও
সেই ভালোবাসাকে আমি একান্ত আপন করে
আজও বাঁচিয়ে রেখেছি...... !
শত ব্যস্ততা আর হাজার মানুষের ভিড়ে
তোকে হারিয়ে ফেললেও আমি নিরাশ হই না
হয়ত একটু বিষণ্ণ হই--কিন্তু তবুও তোকে
খুঁজে ফিরি সেই ব্যস্ততা আর ভিড়ের মাঝে...।
ভাবি একদিন তুই- ও হয়ত খুঁজবি
আমায় এমনি করে......।।
একাকী পথ চলতে গিয়েও বারবার পিছু ফিরে দেখি
মনে হয় ঘুরলেই দেখতে পাবো তুই দাঁড়িয়ে আছিস সেথায়
যেখানে আমার হাত ছেড়ে চলে গিয়েছিলি নতুন ঠিকানায় ......!
আনমনে দুচোখ বেয়ে নেমে আসা ফোটা ফোটা জলগুলি মুছি
ভাবি একদিন হয়ত তুই -ফিরে এসে বলবি-
কাঁদছিস ক্যান হারামী- এইতো আছি আমি...!
২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! শেষের লাইন টাই তো আসল- এখানেই লুকিয়ে আছে অনেক কিছু!
২| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮
নিবিড় এখন বলেছেন: এক কথায় অসাধারন...মানুষের আবেগ, অনুভুতি এতই চমৎকার যে তা ভাষার মাধ্যমে এত সুন্দর ভাবে প্রকাশ করা হয়।
Heart Touching............
২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই! আসলে এগুলো যাপিত জীবনের কথা... যা অনুভব করি তা লেখনীর মধ্যে চলে আসে... আর একদম ঠিক সেভাবেই সহজ ভাষায় কোন অলঙ্কার ছাড়াই লিখে ফেলি!
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪
সপন সআথই বলেছেন: Nice
২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১
ভিটামিন সি বলেছেন: স্কুলে পাডাইছি কি এইসব করার লাইগ্যা? যাও স্কুলে যাও।
২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!বুঝলাম!
৫| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০
রায়হান চৌঃ বলেছেন: কি করে সম্বব বলুন তো...?
একটা মানুষ কতো লিখতে পারে..?
সত্যি আমি পডতে পডতে হয়রান হয়ে গেলাম....
এ ও সত্যি যে এত ভালো লিখা গুলো না হলে আমার সময় কাটানো একপ্রকার দু্ঃসাধ্য ছিল...
ভালো থাকবেন....
২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!আমি তো প্রতিদিন লিখি - লিখতে ভাল লাগে- কিন্তু এগুলো যে আপনাদের ভাল লাগে আমি নিজেও অবাক হয়ে যাই তাতে! কিভাবে সম্ভব? ধন্যবাদ!
৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১
সাইনাস বলেছেন: লেখনি ভালো।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৯
শাহজাহান মুনির বলেছেন: ভাবি একদিন হয়ত তুই -ফিরে এসে বলবি-
কাঁদছিস ক্যান হারামী- এইতো আছি আমি...
ভাল লাগলো ।
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
লাস্টের লাইনটা ছাড়া বাকি সব ভালই, খারাপ না। গুড রাইটিং!