![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বড়বেলাতেও একটু কিছু হলেই অস্থির হয়ে যায়--! বরাবর-ই দেখেছি, বাপি আমাদের দু’বোনের , বিশেষ করে আমার অসুখ হলেই - কি করবে ভেবে পায় না, কিংবা খুব বেশি ভয় পায়- তখন খালি চিল্লাবে! কিছুক্ষন আগে- কাশতে কাশতে বমি করেছি-! তাই দেখে এমন বকছে- বারবার জিজ্ঞেস করছে-আমি চুপি-চুপি আইস-ক্রিম খেয়েছি কি না? আমি যে বলছি- খাইনি তবুও বকে যাচ্ছে--! “এই মেয়েটাকে নিয়ে কি করবো ? এত আদর-যত্নে মানুষ তবুও যদি এমন হয়” ! সারাখন-ই ঔষধ খাইছি কি না- ঠিক মত খাচ্ছি কি না- এইটা -সেইটা --কতভাবে চিন্তা করে, খোঁজ নেয়! অথচ আমরা সন্তানেরা কি এভাবে বাবা- মায়ের খেয়াল রাখি? কয়বার বলি- বাপি তোমার শরীর কেমন? তুমি ঔষধ ঠিক মত খেয়েছো কি না? চেষ্টা করি খোঁজ রাখতে- তবুও মনে হয় সেটা তাদের মত নয় --!
আসলে বাবা-মা’র মত করে কোন সন্তান- ই তাদের সেভাবে খোঁজ নেয় না আর নিলেও মনে হয় কোটিতে একজন পাওয়া যাবে কিন্তু তবুও সেটা তাদের মত হবে না...!
তবুও যতটুকু পারি আমাদের সবার-ই বাবা- মা’র প্রতি খেয়াল রাখা উচিৎ ।
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আর জটিলতা গুলি আমাদের- ই সৃষ্টি!
২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১
আলাপচারী বলেছেন: এইটুকু উপলদ্বি এসেছে বাবা-মায়ের জন্য, সে তো এ যুগে অনেক।
কনগ্রাটস্
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না এই উপলব্ধি সব- সময়-ই থাকে তবে সেটা যে তাদের তুলনায় নগণ্য আমি সেটাই বলতে চেয়েছি!
৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
এম আর ইকবাল বলেছেন: উপলব্ধি তৈরী হয় পরিবারের ভেতর থেকে ।
আপনি যদি দেখে থাকেন আপনার বাবা, মা তাদের বাবা মা কে
কি ভাবে দেখাশুনা করেছে ,
তা আপনার মনে সবসময় থাকবে ।
আপনি ও চাইবেন সে ভাবে দেখতে ।
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! অবশ্যই !
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর বলেছেন।
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩
ডরোথী সুমী বলেছেন: এইজন্যই উনারা বাবা মা আর আমরা সন্তান। আমরা তাদের জন্য যতটুকুই করিনা কেন তাদের সমান কখনই হতে পারবনা। সকল বাবা মায়ের জন্য শত কোটি সালাম।
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন!
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
সপন সআথই বলেছেন: bastob jibon boroi jotil poth!