![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তো ভালোবেসে মহান হতে চাই নি রে
চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে তোর
হৃদয়ের খুব কাছাকাছি গিয়ে আলতো করে
তোকে ছুঁয়ে দিতে----!
আমি তো রাশি রাশি সুখ, হাসি-গানে
মেতে উঠতে চাইনি রে......
ভেবেছিলাম তুই আমার দুচোখ বেয়ে
কখনো সুনামি নামতে দিবি না!
আমি তো বলিনি আমার চোখের মায়ায় ডুবে থাক প্রতিক্ষন
শুধু চেয়েছিলাম অন্য কারোও চোখের মায়ায় ডুবে যাস না রে!
ছোট্ট ছোট্ট কিছু আশা আর স্বপ্নগুলো
কিভাবে হারিয়ে গেল তোর মিথ্যে ভালোবাসায়
আমি জানি না রে... যাক না... !
মন-দেয়া -নেয়ার খেলায় তুই যদি
আবার কখনো মেতে উঠতে চাস
তবে ফিরে আসিস ঠিক সে রকম-ই
এক বৃষ্টি ঝরা রাতে ......
আমি আমার ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলোকে
তোর হাতে আবার তুলে দিয়ে দেখবো --
তুই কিভাবে সেগুলোকে আবার গুড়িয়ে দিয়ে যাস......।
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪
শাহজাহান মুনির বলেছেন: অনেক সুন্দর হয়েছে । ভালো লাগা জানবেন ।