![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা কি দামী কোন উপহার
কিংবা রেস্টুরেন্টের খাবারে লুকিয়ে থাকে?
ভালোবাসা তোর সাথে কাটানো সময়গুলিতে
আর খুনসুটিগুলির মাঝে ছিলো ...!
ভালোবাসা কি ঘন্টার পর ঘন্টা
কথা বলার মাঝে থাকে ... না রে!
তোর জন্য সারাদিন অপেক্ষা শেষে
সন্ধ্যে বেলায় খুনসুটিতে মেতে উঠাতে কিংবা
মধ্য রাতে বা সকালে আমার ঘুম ভাঙ্গানোর মাঝেই
ভালোবাসা ছিলো... !
ভালোবাসা কি হাজার মানুষের ভিড়ে লুকিয়ে থাকে ? না রে!
হাজার মানুষের ভিড়ে তোকে খুঁজে পেয়ে
বুকের ভেতর যে আলাদা অনুভূতি সৃষ্টি হতো
ভালোবাসা সেখানেই ছিলো ...।
ভালোবাসা কি জান/ সুইটি/ ময়না এইসব ডাকে থাকে
ভালোবেসে তুই আমায় আদর করে যে নামে ডাকতিস
ভালোবাসা সেখানেই ছিলো ...।!
ভালোবাসা কি শুধু কাছে আসাতেই থাকে?
যখন-ই তুই চোখের আড়ালে চলে যেতিস
আর আমার বুকের ভেতর চিনচিনে ব্যাথা হত
সেখানেই ভালোবাসা ছিলো রে!
ভালোবাসা কি এই -সেই আশ্বাসের মধ্যে লুকিয়ে থাকে
না রে! তুই আমায় ছেড়ে যাবি না......
এই ছোট্ট আশ্বাসের মধ্যেই ভালোবাসা ছিলো!
ভালোবাসা কি শুধু ভালবাসাবাসির মাঝেই থাকে
না রে! ভালোবাসা তোর আদুরে বকার মাঝেই ছিলো!
ভালোবাসা সেই অস্থিরতায় ছিলো যখন
আমাকে দেখতে না পেয়ে তুই মিস ইউ বলতিস!
ভালোবাসা সেই ভাবনায় ছিলো যখন
আমার অসুখের কথা শুনে তুই ভয় পেয়ে যেতিস!
ভালোবাসা সেই আদরের মাঝে ছিলো
যখন আমার অভিমান ভাঙ্গাতে তুই কান ধরতিস ...!
ভালোবাসা সেই মুঠোবার্তায় ছিলো
যখন “ ঘুম আসছে না” বললেই
তোর “ ঘুমা এখন পাগলী” বার্তা আসতো
আর তা পড়ে আমি ঘুমিয়ে পড়তাম !
ভালোবাসা আমাদের ছোট্ট ছোট্ট সেই সব
অনুভূতিগুলির মাঝেই ছিলো ......
যেখান থেকে শুধু তুই আর আমি-ই
হারিয়ে গেলাম.........!
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! --------------!
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৬
তাসফিক হোসাইন রেইজা বলেছেন: ভালো লাগায় নিলাম
কথা গুলি শত্ত
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! আসলেই সত্যি!
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮
শিপন মোল্লা বলেছেন: দারুন হয়ছে সহজ সরল ভালোবাসার প্রচণ্ড আবেগি কবিতা। এক কথায় চমৎকার।
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে ভালোবাসার আর ভালোলাগার অনুভূতি গুলি এমন-ই হয় --!ধন্যবাদ!
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯
এম মশিউর বলেছেন: ভালো বাসা নাই, তবে ভালোবাসা আছে।
২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: "ভালোবাসা সেই মুঠোবার্তায় ছিলো
যখন “ ঘুম আসছে না” বললেই
তোর “ ঘুমা এখন পাগলী” বার্তা আসতো
আর তা পড়ে আমি ঘুমিয়ে পড়তাম !"