![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে উঠেই আমি একি শুনিলাম! মাইরালা কেউ আমারে মাইরালা! জীনের বাদশা ফোন দিয়ে কয় - আপনার মোবাইল নং টা লটারিতে প্রথম পুরস্কার পাইছে! ২১ লাখ টাকার টাটা গাড়ি! এর আগেও কয়েকবার এরকম জীনের বাদশা ফোন করেছিলো! বললাম- তাই না কি ডার্লিং ? বেচারা ভ্যাবাচ্যাকা! কইলো বিস্তারিত জানতে এই নং এ - ০১৭৮০১২৪৩১০ যোগাযোগ করুন! কইলাম- আমার ভাইয়ে জিপি তে আছে জীনের বাদশা। ব্যস- নো ডিসকাস কারো সাথে, বলেই ফোন রেখে দেয়!
এইসব বদমাশগুলা কত যে ধোঁকাবাজি করতেছে কিন্তু এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না কিংবা টেলি কোম্পানি গুলি এই নিয়ে ভাবছে না!
কারো যদি ২১ লাখ টাকা দামের গাড়ি ফ্রি পাওয়ার ইচ্ছে থাকে তাহলে- এই নং এ যোগাযোগ করে আমার কথা বলে গাড়িটা নিয়ে নেন!হাহহাহহা!
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাইলে কিন্তু আমারে দিয়ে দিতে হপপে !
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমারে কইছিল ১০ লাখ ট্যাকা পাইছি.. ফুন দিয়া যেন যোগাযোগ করি!
কইলাম ভঅইজান ১০ লাখ ট্যাকা দিবেন ১০ মিনিট ফুনে আপনে কথঅ কন আগে!
আমারেই ফুন করতে হইবো!!!
ব্যাস। কাট।
বাটপার গুলারে জুতায়া লম্বা করা উচিত
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! ঠিক বলেছেন! আমরা না হয় বেঁচে যাচ্ছি কিন্তু অনেকে এদের কাছে উল্টো টাকা দিয়ে আবার ধোঁকা খাচ্ছে!
৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০
রাতুল রেজা বলেছেন: কত কোটি কোটি টাকা পাইলাম জীবনে এদের কাছ থেইকা
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আর সেই টাকায় কত স্বপ্ন দেখলাম তাই না?হাহহহা!
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আমারে কইছিলো আপ্নে মাইক্রোবাস জিতছেন। যদি মাইক্রো না চান তাইলে এর বিনিময়ে ১৮লাখ টাকা নিতে পারবেন। তখন আমি কইলাম দুইটাই চাই, এখন কি করতে হইবে সেইটা কন?.. তখন দেখি ভয় পাইয়া ফোন রাইখা দিছে।
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এরকম বললেই এরা ফোন কেটে দেয়!
৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫
আয়রন ম্যান বলেছেন: আমারে একবার ফোন দিছিল। একখান গালি খাইয়া ফোন রাইখা দিছে।
তবে আমরা যারা একটু সচেতন আছি তাদের হয়তো কিছু হচ্ছে না, কিন্তু কিছু সাধারণ পাবলিক এদের খপ্পরে ঠিকই পড়ছে। তাই আমাদের উচিত সাধারণ মানুষকে এদের ব্যাপারে সচেতন করা।
২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন! সচেতনতা সৃষ্টি দরকার!
৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১
ভুং ভাং বলেছেন: আমারে একবার ফোন দিয়েছিল ।২০ মিনিট শুধু জ্যাগাইলাম ওর ২০ মিনিটের টাকাটাই আমার লাভ।
২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাল করেছেন!
৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০
সেলিম মোঃ রুম্মান বলেছেন: আমার মোবাইলেও ফোন দিছিল, আধাঘণ্টা একই প্যাচাল। আমি সব রেকর্ড কইরা রাখছি।
২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!ভাল!
৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, জ্বিনের বাদশা একবার আমারেও ফোন দিছিল, ভোর বেলা সূর্যোদয়ের আগে !! আমি তখন জিপিতে চাকরি করতাম। কিছুক্ষণ গেজাইলাম, কয় আমারে এই নাম্বারে ফোন ব্যাক করেন।
আমি কইলাম, আমার মোবাইলে টাকা নাই, যা কওয়ার এখনই কন। কয় আমার নাকি কি ক্ষতি হইব, মাজারে গিয়া টাকা দিতে হইব। আমি কই, কি ক্ষতি হইব খুইলা কন। কয় আমার এই নাম্বারে রিচার্জ করেন, তাইলে কমু। আমি কই রিচার্জ করতে পারমু না, যা কওয়ার এখনই কন। ফোন রাইখা দিছে !!
পরে অফিসে গিয়া চেক কইরা দেখি, শালা একাধারে সব জিপি এমপ্লইদের ফোন দিতাছে। সুন্দর কইরা একটা মেইল কইরা নাম্বারটা বার কইরা দিলাম !!!
আপনারা যদি কল সেন্টারে অভিযোগ করেন, তবে সেটা ভেরিফাই করে নাম্বার বন্ধ করে দিবে।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! বস এর কাছে ফোন! এরপর এমন করলে তাই করতে হবে।তবে আমরা বুঝতে পারি কিন্তু যারা বোঝেনা তারা ধরা খাচ্ছে!
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
হেডস্যার বলেছেন:
দেখি, ফোন দিয়া আগেভাগে গাড়িটা বুকিং দেই।