![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক চিলতে রোদে বারান্দায় দাঁড়িয়েছিলাম - হঠাৎ লেডিস, হাফ- লেডিস এই শব্দে চমকে উঠলাম- সামনে তাকিয়ে দেখি- স্কুল পড়ুয়া ৬/৭ বছরের দুটো বাচ্চা ছেলে ( এ পাড়ার-ই) অন্য একটা ছেলেকে -লেডিস , হাফ- লেডিস বলে ডাকছে এবং এই নিয়ে দুই পক্ষরই বেশ ঝগড়া চলছে--! টাস্কি খেলাম-- বলে কি? এইটুকু বাচ্চারা এইভাবে ডাকার মানে কি? এই শব্দ দুটোর মানেই বা ওরা কি বুঝে? কোথা থেকে ওরা শিখল এই কথা? আমি ওদের ডেকে বললাম, এভাবে বলতে নেই! আর এই হাফ লেডিস কথাটা তোমরা কোথা থেকে শিখলে? ওরা বলে- শুনেছি! মাঝে মাঝে শিশুদের মুখ থেকে এমন সব কথা শুনতে হয় তখন ভাবি দিনে দিনে শিশুদের বেড়ে ওঠার পরিবেশ কতোটা নীচে নেমে যাচ্ছে -! এই যদি হয়- ভবিষ্যত প্রজম্মের মুখের ডায়লগ তাহলে ভবিষ্যতে তারা না জানি আরও কি বলবে---!
২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!বলা যায় না!
২| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
সরকার আলী বলেছেন: আমাদের মানসিক এবং/অথবা নৈতিক গুণাবলীর সমন্বিত রূপ বংশানুগতির অন্যতম নিয়ন্ত্রক জীন (gene), পরিবেশ (environment) ও এদু'য়ের মিথস্ক্রিয়ায় (interaction) গড়ে ওঠে। দ্বীন, ধর্ম, সততা ও কর্মের সার্বিক বিচারে এ তিনটির নেতিবাচক প্রভাব নিঃসন্দেহে আমাদেরই অর্জিত ফসল।
হে আল্লাহ ! জাতির মগজের এহেন পচনাবস্থা থেকে আমাদের রক্ষা করো (আমিন)।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯
এন ইউ এমিল বলেছেন: এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে ....