![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলতো আর কতটা কষ্ট পেলে
তুই আবার ভালোবাসায় মেতে উঠবি
কতটা দূরে গেলে তুই আবার
কাছে আসার জন্য টান অনুভব করবি
বুকের ভেতর কতটা রক্তক্ষরণ হলে
তুই আমায় ছুঁয়ে দেখতে চাইবি
কতবার কাঁদলে তুই ফিরে এসে
কাঁদছিস ক্যান হারামী বলে
বকা দিবি......
কত রাত জেগে থাকলে
ঘুমা এখন বলে মুঠোবার্তা পাঠাবি
কতটা অসুস্থ হলে চিন্তিত হয়ে
বারবার ফোন করে আমার খোঁজ নিবি
কতদিন নিখোঁজ থাকলে
নিজে থেকে খোঁজ নিতে
আমাকে নক করবি
কতটা এলোমেলো হয়ে গেলে
আমাকে সামলে নিতে বুকে টেনে নিবি
বল না- কতটা ভেঙ্গে পড়লে
ভালবাসাবাসি সৃষ্টির খেলায়
আবার মেতে উঠবি ...।
২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
২| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০১
শাহজাহান মুনির বলেছেন: দারুণ হয়েছে ।
২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
শাহরিয়ার নীল বলেছেন: কোন এক ধ্রুপদী ভালোবাসা এসে ছুঁয়ে গিয়েছে আমার হৃদয.......... দারুণ হয়েছে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল লাগল