![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন অপরাধী যখন অপরাধ করার পর কিংবা দীর্ঘদিন পর নিজের অপরাধের কথা ভেবে অনুতপ্ত হয় তখন কি তাকে ক্ষমা করে দেয়া যায়? হয়তো কখনো কখনো যায় কিছু কিছু অপরাধের ক্ষেত্রে! যে নিকট আত্মীয়রা একদিন সম্পত্তির কারনে আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছিলো, সম্পত্তি পাওয়ার বেশ কিছুদিন পর তাদের একজনকে অনুতপ্ত হতে দেখলাম! একদিন যে নানা রকম শত্রুতা করে আমাদের পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি করেছিলো , নিজের পিচ্চি ছেলেকে শিখিয়েছিলো এইটা বলতে- “ ঈপ্সিরা বেঈমান” ( যেহেতু আমার ভাই নেই, এবং বড় হওয়ার কারনে আমাকেই সব দেখতে হয়) আজ সে সম্পত্তি পেয়ে অনুতপ্ত হয়েছে ( আমাদের-ই সম্পত্তি! দিয়ে দিয়েছে বাপি) ! এখন তার মুখ থেকে আমাদের জন্য অজস্র দোয়া বের হয়! ব্যবহারেও পরিবর্তন এসেছে!
সব রকম ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা সে সময় তার বিরুদ্ধে কোন ব্যবস্থায়ই নিতে পারিনি শুধু বাপির কারনে! উল্টো নিজের সম্পত্তি বাপি তাদের দিয়ে দিয়েছে!
তাকে অনুতপ্ত হতে দেখে ভাল লাগছে কিন্তু মনে প্রশ্ন জাগে-
“ রক্তের বাঁধনের চেয়ে কি সম্পদ বড়”?
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এখানে আসলে কিসের স্বার্থ ছিলো তাই বুঝলাম না!
২| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০
সরকার আলী বলেছেন: ঝগড়া-ফ্যাসাদ এতোটাই খারাপ যে তা মানুষের নেক আমলকে এমনভাবে নিশ্চিহ্ন করে দেয় যেমন কিনা ক্ষুর মিটিয়ে দেয় চুলকে। তাই শরীয়তে বিবাদ এড়িয়ে চলতে প্রয়োজনে নিজের হালাল সম্পত্তিও ছেড়ে দেয়ার (যেমনটা আপনার বাপি করেছেন) তাগিদ আছে বলে শুনেছি।
Don't worry, নিশ্চয়ই মহান আল্লাহ দুনিয়া ও আখেরাত উভয়জাহানে এ ত্যাগের উত্তম বদলা দিবেন।
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বদলা চাই না ভাই! শুধু একটু শান্তিতে থাকতে চাই।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
শায়মা বলেছেন: অর্থ বড়ই অনর্থ বাঁধায়। সম্পদের কাছে সম্পর্ক কিছুই না।
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!তাই দেখছি প্রতিদিন!
৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মেইই বলেছেন: অনুতপ্ত হলে মাফ করেই দেন। ক্ষমা মহৎ গুণ। সবাই পারেনা।
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না মনে ক্ষোভ নাই! তবে কতক্ষন সে এরকম থাকবে সেটাই দেখার বিষয় ।
৫| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
ভিটামিন সি বলেছেন: মাফ করে দেন। তারা হয়তো ওই সম্পত্তিটুকু কেই বেশি কিছু মনে করেছে, আত্মীয়তার বন্ধন থেকে।
০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!ওদের কাছে সম্পদ-ই সব!
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
অপ্রচলিত বলেছেন: মাফ করে দিতে পারেন। তবে এ ধরনের মানুষদের বিশ্বাস করাটা বোকামি। সতর্ক থাকবেন সর্বদা।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬
এন ইউ এমিল বলেছেন: স্বার্থে আঘাত লাগলে মানুষ অনেক হিংশ্র হয়ে যায়,