![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত খ্যাপাটে পাগলা তুই!
হুমকি দিয়ে বলিস, হুমকি দিছি না কি? তুই কি ভাল কথা শুনিস?
কষ্ট দিয়ে বলিস, কষ্ট না পেলে সুখ পাবি কি করে?
কাঁদিয়ে বলিস, তোর পাওনা ছিলো!
আমি অবাক হয়ে যাই - কি বলবো বুঝে পাই না রে?
কিছু জিজ্ঞেস করলে হু/ হ্যাঁ করিস
আবার চুপ করে থাকলে বলিস-
আমি না কি ভাব ধরেছি!
ইচ্ছে করে দূরে থাকিস......
আবার হুট করে এসে কাছে টেনে বলিস
আজ তোকে অনেক অনেক আদর দিবো!
যদি বলি- মেরে ফেলবি না কি?
বলিস-হু! তোকে ভালোবাসার মরণ দিবো!
আসলেই তুই একটা উম্মাদ!
আমি ডাকলে চুপ করে থাকিস
আবার আমি চুপ করে থাকলে বলিস-
অন্য দিকে টাঙ্কি মারছি -!
যখন ম্যাসেজ দেই রিপ্লাই দিবি না
বলিস- ভুলে গেছি, কিংবা বলিস-
তুই তো জানিস, আমি এমন-ই!
পরক্ষনেই বলবি- আমি না কি খোঁজ নেই না!
কত কত চিঠি লিখি- তুই উত্তর দিস না!
আবার দিলেও মাত্র দুই লাইন!
আবার বলিস- পড়ে দেখ- ঐ দুই লাইনেই
তুই খুশি হবি!
ইচ্ছে করে ব্যথা দিস আবার বলিস-
আমি না কি ঠাণ্ডা মাথায় মানুষকে ব্যথা দিতে জানি!
আমাকে ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করাবি
আর আমার এক সেকেন্ডের দেরিতে
তুলকালাম কান্ড বাঁধিয়ে,ইচ্ছেমত গালি দিয়ে
দূরে চলে যাস-- !
তোর ঘুম ভাঙ্গানো যাবে না-
আবার যখন খুশি তখন এসে আমার ঘুম ভাঙ্গিয়ে বলিস
ডিস্টার্ব করলাম না কি?
হতবাক আমি মৃদু হাসি আর ভাবি...
আসলেই তুই নিজে একটা আস্ত হারামী!
আর তারপর-ই গুটিসুটি হয়ে তোর বুকে গিয়ে
নিজের মুখ লুকিয়ে ভালোবাসি ভালোবাসি বলি !
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ???????????
২| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
শাহজাহান মুনির বলেছেন: হতবাক আমি মৃদু হাসি আর ভাবি...
আসলেই তুই নিজে একটা আস্ত হারামী!
আর তারপর-ই গুটিসুটি হয়ে তোর বুকে গিয়ে
নিজের মুখ লুকিয়ে ভালোবাসি ভালোবাসি বলি !
বিচিত্র ভালবাসা ।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ছোট্ট ছোট্ট এই অভিব্যক্তিগুলির মাঝে এরকম-ই বিচিত্র ভালোবাসা লুকিয়ে আছে!
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
শাহরিয়ার নীল বলেছেন: পুরাটাই পড়লাম ...... ভাল লাগলো।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ! ভাইয়া!
৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
শাহরিয়ার নীল বলেছেন: হম
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১
বেঈমান আমি. বলেছেন: