![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এইদিকে অবিবাহিত মেয়েদের জমজ কোন কিছু খেতে দেয় না এবং বারন ও করে খেতে ! অথচ মজার কাহিনী খেতে না দিলেও বেশ কয়েকবার জমজ শুধু না ত্রিমজ খাবার আমি খেয়েছি! বেশ কয়েকবার ডিমে দুই কুসুম, কয়েকবার কাঁঠালের এক রোয়াতে দুই বিচি এবং দুইবার পেয়েছি তিন বিচি (যদিও আমি কাঁঠাল খাই না তেমন, যে কয়েকবার ২/৩টা রোয়া খেয়েছি সেইবার- ই এমন হয়েছে) এবং গত বছর একটা লিচুতে দুই বিচিও পেয়েছি! এই নিয়ে সবাই মজা করে! বাপি শুনে বলে, তোর জমজ বাচ্চা না, তোর তিনটা বিয়ে হবে ( মজা করে) ! রংপুরে থাকাতে ডালিয়া ফুলের গাছে, একটা জমজ ফুল হয়, এপিঠ- ওপিঠ দুই পিঠে ফুল ( আজব ব্যপার) ! বাপি কলা আনলে জমজ কলা থাকলে, মামনি/বাপি সেটা আগেই খেয়ে নেয় যাতে আমরা দুই বোন খেতে না পারি! হাহহা! আজকে কলা আনছে, বেশ কয়েকটা কলা, জোড়া লাগানো মানে জমজ! কলা এনেই বাপি মামনিকে বলে- এই কলাগুলো খেয়ে নিতে হবে, আবার পরক্ষনেই বলে- দূর এগুলা কুসংস্কার! বলছে ঠিক-ই কিন্তু কতটুকু কুসংস্কার মনে করে কে জানে? আমি শুনে হাসতেই থাকি!
জানি না অন্য কোথাও এই রেওয়াজ আছে কি না?
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!তাই না কি? আমারও কিন্তু জমজ বেবি পছন্দ!
২| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
সরকার আলী বলেছেন: আমাদের এলাকায় তো যমজ কলা একটা হিসেবে বিক্রি হয় তাও আবার খুব কম দামে। অবশ্য পাইলে আমি কখনো হাতছাড়া করি না সুযোগটা।
১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! কেন ভাই? কম দামে পাওয়া যায় তাই?
৩| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
শাহরিয়ার খান রোজেন বলেছেন: দেশের প্রায় জায়গাতে এখনো এই কুসংষ্কারটা আছে। আমি নিজেও জোড়া কোন ফল খাইনা (কুসংস্কারে বিশ্বাস করে নয়, কেমন জানি অরুচি লাগে)।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! তাহলে না খাওয়াই ভালো!
৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যময মানে ই কি জুড়া লাগানো বুঝাচ্ছেন ঠিক বুঝতে পারছিনা। জুড়ালাগানো কোন ফল দেখতে কেমন দেখায় ! তেমন পচ্ছন্দনীয় নয় । তবে মনে হয় সৃষ্টির এক মহিমা, স্রষ্টার খেলা বটে।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এক সাথে দুটো ফল জোড়া থাকে! কলাতেই বেশি দেখেছি!
৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫
শূন্য পথিক বলেছেন: জমজ ফল গুলো দেখতে কেমন জানি লাগে, তাই এড়িয়ে চলি
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা!তাই?
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬
অপ্রচলিত বলেছেন: জমজ বাচ্চার শখ নেই, তবে জমজ ভাইবোন না থাকার আফসোস এখনো বিরাজমান
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
নীল-দর্পণ বলেছেন: আমাদের এলাকাতেও এই রেওয়াজ আছে।
মজার ব্যাপার হলো আমার আম্মার খুব শখ ছিলো জমব বাচ্চার তাই আমাদের দুইভাইবোনের জন্মের আগে নাকি অনেক জমজ কলা, ডিম খেয়েছেন।
ফল হলো
জমজ বাচ্চা পেয়েছেন কিন্তু দুটোর মাঝে সাড়ে চার বছরের তফাত