![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদম সামনে থেকে তোকে না দেখলেও
আমার ভালোবাসার দৃষ্টি দিয়ে আমি তোকে দেখেছি.........!
তোর পাশে বসে তোকে একটু খানি ছুঁয়ে দেখার সুযোগ না পেলেও
আমার মনের সবটুকু অনুভূতি দিয়ে তো আমি তোকে অনুভব করেছি !
তোর বুকের সাথে লেপটে গিয়ে, কানের কাছে মুখ নিয়ে
ভালোবাসি বলতে না পারলেও --
আমার হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোলাগা দিয়ে তো তোকে ভালোবেসেছি!
ভালোবাসার উপহার গুলো তোর হাতে দিতে না পারলেও তো
প্রত্যেকটা উপলক্ষর কথা ভেবে তোর জন্য উপহার কেনার টাকা জমিয়েছি.........!
প্রতিদিন ফোন না করলেও তো তোকে নিয়মিত মেসেজের বন্যায় ভাসিয়েছি......।।
পার্কে কিংবা রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা বসে না থাকলেও তো
তোর অপেক্ষায় সারাদিন/রাত কাটিয়েছি.........!
আর আর চোখ বন্ধ করে তোকে বিশ্বাসও করেছিলাম -
ভাবিনি সেই বিশ্বাস একদিন ভেঙ্গে যাবে --
আর আমি ডুবে যাবো অতল অন্ধকারে-- !
জানিস, এখন নিজেকে সামলাতে প্রতিদিন
নিজের সাথে যুদ্ধ করি.........।।
কিভাবে করি তাই তো লিখি
আর তুই সেটাও বন্ধ করতে বলিস-- !
জানি তুই ভালোবেসে আর কখনোই
করবি না ফোন---ডাকবি না সেই প্রিয় নামে--
জানি আর কখনোই তোর -আমার পাঠানো মুঠোবার্তায়
খুনসুটিতে মেতে উঠবো না দুজন...
ভালোবেসে তোকে লিখা চিঠি গুলো
পাবে না খুঁজে আর তোর ঠিকানা -- !
তবুও তো তোকে ছুড়ে ফেলতে পারি না!
মাঝে মাঝে ভাবি, তোকে বলেই ফেলি-
আয় না দুজনে একটু কথা বলি......
চল না পাশাপাশি একটু হেঁটে চলি
বল না কিছু কথা আমি মুগ্ধ হয়ে শুনি
হাসতে হাসতে আকাশের তারা গুনি
বাস না একটু ভালো আমায় আগের মত
অভিমান ভুলে যাবো বুকে জমেছিলো যত!
তারপর আর বলা হয় না রে!
১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮
অপ্রচলিত বলেছেন: দারুণ তবে একটি অতিরিক্ত ফাঁকা লাইন মাঝে রাখায় পড়তে অসুবিধা হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
আয়না বাবা০০৭ বলেছেন: সুন্দর লিখেছেন